শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পে গতকাল ভোরে ৭.৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। প্রবল ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। ব্রিটেনের নিউক্যালেডোনিয়া, ফিজি এবং ভানুয়াতু অঞ্চলের জন্য এ সতর্কতা জারি করা হয়েছে।

তথ্য অনুসারে, নিউক্যালেডোনিয়ার ফরাসি অঞ্চলের লয়্যালটি দ্বীপের দক্ষিণ-পূর্বে ৭.৭ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির নিচে প্রায় ৩৮ কিলোমিটার (২৪ মাইল) গভীরে।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) জানিয়েছে, ভানুয়াতু, ফিজি এবং নিউক্যালেডোনিয়ায় সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো বলেছে, এর পূর্ব উপকূলে লর্ড হাও দ্বীপের জন্য হুমকি হতে পারে।

 

সর্বশেষ খবর