রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জম্মু-কাশ্মীর ও লাদাখে লোকসভা নির্বাচনের প্রস্তুতি

কলকাতা প্রতিনিধি

এবার ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি বেজে উঠেছে। রাজ্যটি থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম সেখানে লোকসভার নির্বাচন হতে যাচ্ছে। জম্মু-কাশ্মীরে লোকসভার পাঁচটি এবং লাদাখে একটি আসনে মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে ভারতের নির্বাচন কমিশন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরের অন্তর্গত ছিল লাদাখ। তখন কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি তিনটি এবং ফারুক আবদুল্লাহর দল ‘ন্যাশনাল কনফারেন্স’ (এনসি) বাকি তিনটি আসনে জয় পায়। তবে শতাব্দীর প্রাচীন দল কংগ্রেস কোনো আসন পায়নি। ২০১৯ সালে উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলোপের পর রাজ্যের মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর। তার বদলে জম্মু-কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রীয়শাসিত অঞ্চল গঠিত হয়। কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তের পরে জম্মু ও কাশ্মীরে প্রথম লোকসভা নির্বাচন হতে যাচ্ছে। সাধারণত জম্মু ও কাশ্মীরে একাধিক ধাপে নির্বাচন পরিচালিত হয়। শেষবার ২০১৯ সালেও পাঁচটি পর্যায়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর