যুক্তরাষ্ট্র এবং অন্য দাতাদের সহায়তা হ্রাসের ফলে বিশ্বব্যাপী চাকরি হারিয়েছেন জাতিসংঘের শত শত কর্মী। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন বৈশ্বিক এ সংস্থার কয়েক শ কর্মী। ‘শান্তির শহর’ নামে পরিচিত সুইজারল্যান্ডের জেনেভা ইউরোপের মানবিক ও কূটনৈতিক কেন্দ্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরের সামনে বিক্ষোভে যোগ দেওয়া কর্মীরা ‘এখনই জাতিসংঘের কর্মীদের ছাঁটাই বন্ধ করুন’ লেখা ব্যানার নিয়ে উপস্থিত হয়েছিলেন। ‘জাতিসংঘের কর্মীরা পণ্য নয়’- স্লোগান দিচ্ছিলেন তারা। আন্দোলনকারী কর্মীরা জানিয়েছেন, ১ মে থাইল্যান্ড এবং মিয়ানমারেও ছোট আকারের বিক্ষোভ হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের মতো কিছু সংস্থার স্বল্পমেয়াদি ঠিকাদার এবং কর্মীদের এরই মধ্যে ছাঁটাইয়ের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে আরও হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় রয়েছেন। বিভিন্ন দেশের সহায়তা তহবিলের ওপর নির্ভরশীল বিশ্ব খাদ্য কর্মসূচি বা জাতিসংঘের শরণার্থী সংস্থার মতো সংস্থাগুলোতে সবচেয়ে বড় ছাঁটাই হওয়ার আশঙ্কা রয়েছে।-রয়টার্স