পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরের ৯টি স্থানে ভারতের বিমানবাহিনীর হামলার জেরে দেশ দুটিতে সাড়ে পাঁচ শর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ ও ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে। এদিকে ভারতের বিমান হামলার পর এসএসসি, এইচএসসিসহ সব বোর্ড পরীক্ষা স্থগিত করেছে পাকিস্তান। পাকিস্তানের বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনের (বিআইএসই) এক মুখপাত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। এ ছাড়া পাকিস্তানের তরফে সম্ভাব্য হামলার আশঙ্কায় ভারতশাসিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি, জিও টিভি।
ফ্লাইটরাডার২৪-এর হিসাব অনুযায়ী, পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে ভারতের শীর্ষস্থানীয় সব এয়ারলাইনস তাদের যাত্রীদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বলেছে, জম্মু, শ্রীনগর এবং লাদাখের লেহ বিমানবন্দরসহ বেশ কিছু বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় তারা নির্ধারিত ফ্লাইটগুলো ১০ মে সকাল পর্যন্ত বাতিল করেছে।
জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এদিকে বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ইসলামাবাদ এবং ভারতশাসিত কাশ্মীরের কিছু অংশে স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব প্রদেশের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে দেশটি বলছে, ভারতের হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভারতশাসিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় সেনাবাহিনী গতকাল জানিয়েছে, পাকিস্তান ভারতশাসিত কাশ্মীরের ভিম্বার গলি এলাকায় কামান নিক্ষেপ করেছে। স্থানীয় অধিবাসীরা বিবিসিকে জানিয়েছেন, তারা ওই অঞ্চলের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছেন।
গত মাসের শেষ দিকে এইচএসসি ও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে পাকিস্তানে। এসএসসি ও এইচএসসিসহ সব বোর্ড পরীক্ষা স্থগিত প্রসঙ্গে বিআইএসইর মুখপাত্র জিও নিউজকে বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।’