স্পেনের বার্সেলোনার কাছাকাছি একটি গুদামে আগুন লাগার পর বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত ক্লোরিন গ্যাস। এতে করে স্থানীয় কর্তৃপক্ষ গতকাল ১ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দাকে ঘরের ভিতর অবস্থান করার নির্দেশ দিয়েছে। মাদ্রিদ থেকে এএফপি জানায়, গতকাল ভোরে বার্সেলোনার দক্ষিণে উপকূলবর্তী শহর ভিলানোভা ই লা গেলত্রুর একটি শিল্পগুদামে আগুনের সূত্রপাত। সেখানে সুইমিং পুল পরিষ্কারের রাসায়নিক পদার্থ মজুত রাখা ছিল বলে জানিয়েছে অঞ্চলটির অগ্নিনির্বাপণ বিভাগ।
স্থানীয় সিভিল প্রোটেকশন বিভাগ সামাজিক মাধ্যমে জানায়, ‘আপনি যদি ক্ষতিগ্রস্ত অঞ্চলে থাকেন, তবে ঘর কিংবা কর্মস্থল থেকে বের হবেন না।’ তারা আশপাশের এলাকাবাসীকে দরজা-জানালা বন্ধ করে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেয়। ঝুঁকিপূর্ণ এলাকা পাঁচটি উপকূলীয় জেলাজুড়ে বিস্তৃত, যার মধ্যে রয়েছে ভিলানোভা ই লা গেলত্রু থেকে ক্যালাফেল পর্যন্ত, যা ত্যারাগোনা শহরের কাছাকাছি।
আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দমকল বিভাগ। তারা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বড় পরিসরে ইউনিট মোতায়েন করা হয়েছে।