২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করায় পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমনে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার স্বীকৃতি হিসেবে ইসলামাবাদ এ প্রস্তাব দিয়েছে।
গতকাল এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, এ মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় কূটনৈতিক পদক্ষেপের স্বীকৃতি, যা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর আগে, পাকিস্তান সরকার জানিয়েছে, চলতি বছরের ৬ মে থেকে শুরু হওয়া সামরিক উত্তেজনার সময় ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়। -আরব নিউজ