সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদার প্রদেশে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত রবিবার থেকে সংঘর্ষে কমপক্ষে ৯৯ জন নিহত হয়েছেন। দ্রুজ সশস্ত্র গোষ্ঠীর উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সহিংসতা বন্ধে সিরিয়ার সরকার এবং দক্ষিণ সিরিয়ায় দ্রুজ প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। খবরে আরও বলা হয়, স্থানীয় যোদ্ধা এবং বেদুইন গোত্রের মধ্যে মারাত্মক সংঘর্ষের পর সিরিয়ার সরকারি বাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ সুইদার দিকে অগ্রসর হচ্ছে। দ্রুজ সশস্ত্র গোষ্ঠী ‘মেন অব ডিগনিটি’ আন্দোলনের মুখপাত্র বাসেম ফখর বলেছেন, একটি সমাধানে পৌঁছানোর জন্য সুইদা শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ নিরাপত্তা (বাহিনী) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। সোমবার সন্ধ্যায় দ্রুজ ধর্মীয় কর্তৃপক্ষ এলাকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছে, তারা সিরিয়ার কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছে না। -এএফপি