সরকারি কর্মকর্তা ‘নির্দয়’ হিসেবে চিহ্নিত হলে সেটিকে সাধারণত পেশাগত ঝুঁকি হিসেবে ধরা হয়। তবে আলবেনিয়া এ শব্দটিকে ইতিবাচক গুণে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মন্ত্রী নিয়োগের মাধ্যমে। বিবিসি লিখেছে, এ মন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত নয়; বরং মন্ত্রিসভার এ সদস্য আক্ষরিক অর্থেই এআই দিয়ে তৈরি। নতুন এ সদস্য পপ তারকার মতো কেবল একক নামে পরিচিত; নাম রাখা হয়েছে দিয়েলা। প্রধানমন্ত্রী এদি রামা বৃহস্পতিবার তার নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে তাকে পরিচয় করিয়ে দেন। মে মাসের নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়লাভ করার চার মাস পর রামা এ পদক্ষেপ নিলেন। বিবিসি লিখেছে, এ পদক্ষেপটি আনুষ্ঠানিক নয়, প্রতীকী। কারণ আলবেনিয়ার সংবিধানে বলা হয়েছে, মন্ত্রীদের অবশ্যই মানসিকভাবে সুস্থ এবং ন্যূনতম ১৮ বছর বয়সি নাগরিক হতে হবে। তবুও একজন মানুষের বদলে একটি বট নিয়োগের সুবিধা স্পষ্ট হয়েছে। আলবেনীয় ভাষায় দিয়েলা শব্দের অর্থ ‘সূর্য’, সরকার সম্পর্কে কোনো অপ্রীতিকর তথ্য ফাঁসের উৎস হওয়ার সম্ভাবনা তার নেই। সে কেবল ‘বিদ্যুৎ-খাদক’ হতে পারে, যা তার চলতে দরকার। এর বাইরে ব্যয়-সংক্রান্ত কোনো কেলেঙ্কারি তার মাধ্যমে সম্ভব নয়। -রয়টার্স
কেনাকাটার দুর্নীতি ঠেকানোর ভাবনা থেকেই দিয়েলাকে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রী হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছেন রামা। তিনি বলেন, ‘আলবেনিয়া এমন এক দেশ হয়ে উঠবে, যেখানে সরকারি দরপত্র ১০০ শতাশং দুর্নীতিমুক্ত- এটি নিশ্চিত করাই তার মূল কাজ। ‘আমরা একটি দুর্দান্ত দলের সঙ্গে কাজ করছি, যাতে আমরা সরকারি কেনাকাটার প্রথম পূর্ণাঙ্গ এআই মডেল তৈরি করতে পারি; যা কেবল আলবেনিয়ার জন্য নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও কাজে দেবে। ‘আমরা কেবল দরপত্রের ওপর সম্ভাব্য সব ধরনের প্রভাব ঠেকাব না- বরং পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত, আরও দক্ষ এবং পুরোপুরি স্বচ্ছ করব।’ দিয়েলা সরকারে ‘নিয়োগ’ পাওয়ার আগেই আলবেনিয়ায় কাজ শুরু করেছিল। তার প্রথম রূপ ছিল এআই-চালিত ভার্চুয়াল সহকারী হিসেবে, যা মানুষকে সরকারি নথি পাওয়ার প্রক্রিয়ায় সহায়তা করত। রামা দাবি করেন, দিয়েলা ই-আলবেনিয়া প্ল্যাটফরমে ’১০ লাখেরও বেশি আবেদনকারীকে’ সহায়তা করেছেন। তবে সরকারি কাজে এআই ব্যবহার নিয়ে তার ভাবনা সাধারণ চ্যাটবটের চেয়ে অনেক বেশি। তিনি বড় ও উন্নত দেশগুলোকে টপকে যাওয়ার কথা বলেন, যে দেশগুলো এখনো ‘প্রথাগত পদ্ধতির’ মধ্যে আটকে আছে। বিবিসি লিখেছে, দিয়েলার নতুন দায়িত্ব নিয়ে স্বভাবতই মিশ্র প্রতিক্রিয়া এসেছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টি এ উদ্যোগকে ‘হাস্যকর’ ও ‘অসাংবিধানিক’ বলে বর্ণনা করেছে। তবে অনেকেই আশাবাদী। -রয়টার্স