ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে একটি স্টুডিওতে অন্তত ১৭ শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি। পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে। এ সময় পুলিশের গুলিতে শিশুদের জিম্মি করা রোহিত আর্য নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মুম্বাইয়ের পোওয়াই এলাকার আরএ স্টুডিওতে এ জিম্মিদশার ঘটনা ঘটে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের পোওয়াইয়ে নিজের স্টুডিওতে অডিশনের নামে শিশুদের নিয়ে গিয়েছিলেন রোহিত আর্য। সেখানে তিনি তাদের জিম্মি করেন। মুম্বাই পুলিশ নিখুঁত অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করেছে।
পুলিশের গুলিতে রোহিত আর্য আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ বলেছে, উদ্ধার অভিযান পরিচালনার সময় পুলিশকে লক্ষ করে এয়ারগান থেকে গুলি চালান রোহিত। জবাবে পুলিশ ১ রাউন্ড গুলি ছোড়ে। এতে আহত হন তিনি। পুলিশ বলছে, নাটকীয় এ জিম্মিদশার ঘটনা ঘটেছে পোওয়াইয়ের ‘আরএ স্টুডিও’ নামে একটি ছোট ফিল্ম স্টুডিওতে। আর্য ওই স্টুডিওতে অডিশনের কথা বলে একদল শিশুকে ডেকে নিয়ে জিম্মি করেন। মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ৮ থেকে ১৪ বছর বয়সি এসব শিশুকে কয়েক ঘণ্টা জিম্মি করে রাখা হয়। তবে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        