আজ বুধবার ২৬ রজব দিবাগত রাত পবিত্র শবেমেরাজ। প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওতের ১১তম বছরে এই পবিত্র রজনিতেই দুনিয়ার শ্রেষ্ঠতম অলৌকিক ঘটনা ইসরা ও মিরাজ বা মেরাজ সংঘটিত হয়। বোরাক নামক বাহনে চড়ে নবীজির (সা.) মক্কা মোয়াজ্জমা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে পবিত্র কোরআনে ইসরা হিসেবে বর্ণনা করা হয়েছে। এরপর তাঁর বায়তুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপনীত হওয়া ও আরশে আজিমে আল্লাহর সান্নিধ্য লাভের মহিমান্বিত ঘটনাকে মেরাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। আল্লাহর রসুল (সা.) এই মেরাজ থেকে উম্মতে মোহাম্মদীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। মেরাজের সময়ে মহানবী (সা.) সৃষ্টি জগতের সবকিছুর রহস্য অবলোকন করেন। আরবি ভাষায় মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি। আর ফার্সি ভাষায় এর অর্থ ঊর্ধ্ব জগতে আরোহণ। প্রিয়নবী (সা.)-এর ঊর্ধ্বাকাশ ভ্রমণ ও মহান প্রভু আল্লাহতায়ালার দিদার লাভের পবিত্র এই দিনটিকে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরাও যথাযোগ্য মর্যাদায় পালন করেন। এদিন রাতে মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় সংগঠনে আলোচনা সভা, ওয়াজ মাহফিল, মিলাদ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মুসুল্লিরা ব্যক্তিগতভাবে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, কবর জিয়ারত প্রভৃতি নফল ইবাদতের মাধ্যমে মেরাজ রজনি পালন করেন। এ উপলক্ষে অনেকে আজ নফল রোজাও রাখেন। সরকারি ছুটি না হলেও মেরাজের মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ ঐচ্ছিক ছুটি পালন করছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে মুসল্লিদের বিশেষ ইবাদত-বন্দেগির জন্য বায়তুল মুকাররম সারারাত উন্মুক্ত থাকবে। রাজধানীর মহাখালীর গাউছুল আজম মসজিদেও রাতভর ওয়াজ, তেলাওয়াত-জিকির-আজকার নফল ইবাদত-বন্দেগি, মিলাদ, দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হবে।
শিরোনাম
- রিয়ালের জয়ে অপেক্ষা বাড়ল বার্সার
- মেসির মায়ামির রুদ্ধশ্বাস ড্র
- আর যেন দেশে ফ্যাসিবাদ ফিরে না আসে: আলী রীয়াজ
- হত্যা-ধর্ষণের হুমকির অভিযোগ: বৈষম্যবিরোধী নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
- ফেসবুক পে-আউট সেটআপে ভুল হলে যা করবেন
- কাঁচা কাঁঠাল কেন খাবেন?
- আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে যারা
- চাপের মুখে ফের হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ
- হাতিরঝিলের ভেঙে যাওয়া সীমানা দ্রুত মেরামতের নির্দেশ
- প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে শেফিল্ডের সামনে শুধু সান্ডারল্যান্ড
- ভালোবাসার মানুষকে হারিয়ে এখনও কাঁদেন প্রীতি জিনতা
- ব্রাজিল দলে সহকারী হিসেবে কাকাকে চান আনচেলত্তি
- আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ: সাত হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- ম্যারাডোনার মৃত্যুরহস্য; চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ কন্যার
- আজ বিশ্ব পরিবার দিবস
- পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ
- ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনেও নগরভবন অবরোধ
- ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ
- দ্বিতীয় দিনেও যমুনার সামনে অবস্থান জবি শিক্ষার্থীদের
- মণিপুরে এআরের অভিযানে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত