১০ মে, ২০২০ ১৫:২০

সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হয় যে শহরে

অনলাইন ডেস্ক

সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হয় যে শহরে

পবিত্র রমজান মাসের অবিচ্ছেদ্য অংশ হলো রোজা রাখা। ভৌগলিক অবস্থান এবং সূর্যোদয় ও সূযাস্তের সময়ের তারতম্যের কারণে রোজা রাখার সময় কোথাও কম কোথাও বেশি। উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে প্রায় ২০ ঘণ্টা রোজা রাখতে হয়। আবার আর্জেন্টিনায় সবচেয়ে কম ১১ ঘণ্টা।

গাল্ফ নিউজের হিসেবে, রাশিয়ার মারমানস্ক শহর রোজা রাখতে হয় ১৯ ঘণ্টা ১৩ মিনিট, এরপরেই আছে আইসল্যান্ডের রিখজাভিক শহর (১৮ ঘণ্টা ১৪ মিনিট)। অন্যদিকে আর্জেন্টিনার উশুআলা শহরে রোজা রাখতে হয় ১১ ঘণ্টা ৪২ মি্নিট।

১৫ ঘণ্টার বেশি সময় ধরে রোজা রাখতে হয় এমন কয়েকটি দেশ হলো লেবানন, ইরান, গ্রিস, কানাডা, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নরওয়ে। ১৫ ঘণ্টার চেয়ে কম সময় রোজা রাখতে হয় এমন কয়েকটি দেশ হলো দক্ষিণ আফ্রিকা, চিলি, ব্রাজিল, সৌদি আরব, পেরু, তানজানিয়া, ফিলিপাইন, ইয়েমেন ইত্যাদি। 

ভৌগলিক অবস্থানগত কারণে কোথাও রোজা রাখার সময় আসতে আসতে বাড়তে থাকে আবার কোথাও কমতে থাকে। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর