শিরোনাম
২০ মে, ২০২০ ১১:৪৭

এবারের হজ হবে কি-না রমজান মাসের মধ্যে সিদ্ধান্ত জানতে চায় ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক

এবারের হজ হবে কি-না রমজান মাসের মধ্যে সিদ্ধান্ত জানতে চায় ইন্দোনেশিয়া

করোনা মহামারির মধ্যে এবারের হজ হবে কি-না এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। চলমান রমজান মাস শেষ হওয়ার আগে এ ব্যাপারে সৌদির কাছ থেকে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চেয়েছে।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় মুখপাত্র ওমান ফাথুরাহমান বলেন, এবারের হজ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে, না বাতিল করা হবে এ ব্যাপারে দ্রুতই আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রত্যাশা করছি।

ইন্দোনেশিয়া থেকে এবার ২ লাখ ৩১ হাজার মানুষ হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। কিন্তু চলমান পরিস্থিতির কারণে হাজীদের জন্য হাউজিং, পরিবহন ও অন্যান্য বিষয়াদি নিয়ে সৌদি ট্রাভেলস কর্তৃপক্ষগুলোর সঙ্গে এখনো আলাপ-আলোচনা হয়নি।

করোনা সংকটের কারণে মার্চে ওমরাহ হজসহ মক্কা-মদিনায় অনেক ধর্মীয় কার্যক্রমে এরই মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। গত মাসে এখনই বার্ষিক হজের পরিকল্পনা না নিয়ে ধৈর্য ধরতে মুসলিম উম্মার প্রতি গত মাসে আহ্বান জানায় দেশটির হজ কর্তৃপক্ষ।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর