ফরাসি মুসলিম কাউন্সিল ঘোষণা করেছে, ফ্রান্সে পবিত্র রমজান শনিবার (১ মার্চ) থেকে শুরু হবে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ও বৈজ্ঞানিক তথ্য অনুসারে তারা এ ঘোষণা দিয়েছে।
কাউন্সিল ১ মার্চকে রোজার প্রথম দিন হিসেবে উল্লেখ করেছে। ইউরোপীয় দেশ জুড়ে অনেক মুসলিম অভিবাসী সম্প্রদায় তাদের উৎপত্তিস্থল অনুসারে শুরুর তারিখ অনুসরণ করে।
ফ্রান্সের মুসলমানরা আনন্দ ও নিষ্ঠার সাথে এই পবিত্র সময়কে স্বাগত জানাচ্ছেন। এক মাসের জন্য ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন।
ঘোষণা অনুযায়ী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তারাবিহ পড়বেন ফ্রান্সের মুসলমানরা।
এছাড়াও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে (সিএফসিএম) ফ্রান্সের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছে। এ বছর ফরাসি কাউন্সিল অব মুসলিম ফিতরা নির্ধারণ করেছে ৯ ইউরো।
বিডি প্রতিদিন/নাজমুল