জেরুজালেমই চিরদিনের জন্য ইসরায়েলের রাজধানী থাকবে বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিয়েল কারমন। রবিবার কলকাতার বড়বাজারে ইহুদী সম্প্রদায়ের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেশ জোরের সাথেই একথা জানান তিনি।
ড্যানিয়েল বলেন, ‘এটাই সত্য যে জেরুজালেম গত ৫ হাজার বছর ধরে ইহুদীদের রাজধানী হিসাবে রয়েছে। জেরুজালেমই গত ৭০ বছর ধরে আধুনিক ইসরায়েলের রাজধানী’। তিনি আরও বলেন, ‘জেরুজালেমই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের রাজধানী এবং এটি অনন্তকাল ধরে চলতে থাকবে’। ইসরায়েলি রাষ্ট্রদূত পরিষ্কার জানিয়ে দেন ‘ট্রাম্পের ওই সিদ্ধান্তে আমি খুব খুশি’।
সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠার পরও ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন মন্তব্য করলেন।
গত ৬ ডিসেম্বর জেরুসালেমকে ইজরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর ওই ঘোষণার সঙ্গে সঙ্গেই ফের একবার আরব দুনিয়ায় ঝড় ওঠে। হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি বলেন, ইসরায়েল ও প্যালেস্টাইনের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে ও আমেরিকার স্বার্থ রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেল আবিদ থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরানোর জন্যও নির্দেশ দেন ট্রাম্প।
ট্রাম্পের ওই সিদ্ধান্তের পরই গোটা আরব দুনিয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনকি আমেরিকার বন্ধু বলে পরিচিত সৌদি আরবও ট্রাম্পের ওই ঘোষণায় বিরোধিতা করেছে। ট্রাম্পকে এ ধরনের ঘোষণা না করার অনুরোধ জানিয়েছে পোপ ফ্রান্সেসও। জাতিসংঘও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
এদিকে, জেরুজালেম নিয়ে ইসরায়েলের সাথে দশকের পর দশক ধরে বিবাদ চলা রাষ্ট্র ফিলিস্তিন ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৭/মাহবুব