স্ত্রীর সঙ্গে অন্য যুবকের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়ার নাকাশিপাড়া থানারগাছা এলাকায়। মৃত ব্যক্তির নাম অসীম সরকার(৪০)।
সূত্রের খবর, গাছা এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর অসীম সরকারের স্ত্রী অপর্ণা সরকার দিন কয়েক আগে অন্য এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। আর এরপর থেকেই অপমানে মানসিক অবসাদে ভুগছিলেন অসীম সরকার।
শুক্রবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অসীমবাবু। মৃতের পরিবারের অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার ওই যুবকের সঙ্গে পালিয়েছিলেন অপর্ণা। অভিযোগ, বারবার স্ত্রীকে বুঝিয়েও কোনও লাভ না হওয়ায় শেষে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন অসীম।
এই ঘটনায় স্ত্রী অপর্ণা সরকার ও তার প্রেমিকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে অসীমের পরিবার। অসীমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর