পশ্চিমবঙ্গের ভুঁইফোড় অর্থলগ্নীকারী সংস্থার (আইকোর) আর্থিক কেলেঙ্কারির সথে জড়িত থাকার অভিযোগে কলকাতার বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।
বৃহস্পতিবার কলকাতায় সিবিআই'র আ লিক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় এই সিনিয়র সাংবাদিককে। কিন্তু তার বয়ানে কিছু অসঙ্গতি পাওয়ার পরই গ্রেফতার করা হয়। তার নামে লুক আউট নোটিশও জারি করা হয় বলে জানা গেছে। তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১৪ সালে ‘সারদা’ নামে আরেকটি ভুঁইফোড় অর্থলগ্নীকারী সংস্থার আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
বর্তমানে কলকাতার জনপ্রিয় দৈনিক ‘এই সময়’এর এডিটর পদে কর্মরত সুমন চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধে অভিযোগ সারদাসহ একাধিক ভুঁইফোর অর্থলগ্নীকারী সংস্থার মালিকদের কাছ থেকে অর্থ নিয়েছেন। পরে সেই অর্থ তিনি ‘একদিন’ নামে একটি দৈনিক পত্রিকা এবং ‘দিশা’ নামে একটি বাংলা ম্যাগাজিন প্রকাশে খরচ করেছিলেন।
কলকাতা তথা ভারতের সাংবাদিক জগতে অতি পরিচিত নাম সুমন চট্টোপাধ্যায়। ‘এই সময়’ যোগদানের আগে আজকাল পত্রিকা, তারা নিউজ, এবিপি আনন্দ, কলকাতা টিভি, একদিন পত্রিকাসহ বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করেছেন তিনি। ‘আনন্দবাজার’ পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক পদেও দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত