ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। আসাম, ত্রিপুরাসহ উত্তর-পূর্বের রাজ্যগুলোতে প্রতিবাদের যে স্ফুলিঙ্গ ছড়িয়েছিল পরবর্তীতে পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ ছাড়াও দেশটির একাধিক জায়গায় এই বিক্ষোভের আঁচ এসে পড়ে।
এছাড়াও দিল্লির কয়েকটি জায়গায় মোবাইল ইন্টারনেট, ভয়েস কল ও এসএমএস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছোট্ট এক শিশুর ছবি। ছবিতে দেখা যায় রক্তাক্ত তার মাথা। ব্যান্ডেজ বাঁধা রয়েছে সেখানে। হাতে তার চিপসের প্যাকেট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষই শেয়ার করেছেন এই ছবিটি। দেশটির নেটিজেনদের দাবি, অশান্ত পশ্চিমবঙ্গে ট্রেন, বাসে আক্রমণের মাঝেই আক্রান্ত হয় এই ছোট্ট শিশু। দাবি করা হচ্ছে যে, নাগরিকত্ব আইনের প্রতিবাদের ফলেই আক্রান্ত এই শিশু।
জয়বর্ধন বোহারা শান্ডিল্য নামে এক ব্যক্তি ফেসবুকে এই ছবিটি শেয়ার করেছেন। হিন্দিতে তিনি যে ক্যাপশন ব্যবহার করেছেন তার বাংলায় দাঁড়ায়, ‘ভারতীয় মুসলিমদের অনেক ধন্যবাদ। ছোট্ট মেয়েটি ট্রেনেই ছিল। এবার এই মেয়েটিকে নিয়ে একটাও কথা বলবেন না। তাতে আপনাদের ভ্রাতৃত্ব নষ্ট হবে!’
আহত ওই শিশুর ছবি দিয়ে কবিতা তেওয়ারি নামে একজন টুইটে লিখেন, ‘না তো মেয়েটি শিয়া! না সে মহরমের সময়ে আক্রান্ত। না তো গাজায় প্রতিবাদের সময়ে সে আক্রান্ত হয়েছে। নিষ্পাপ বাচ্চা হিন্দু মেয়েটি ট্রেনে যাত্রা করার সময়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত মানুষজনের পাথরের আঘাতে আক্রান্ত হয়েছে। বাংলা জ্বলছে!’
প্রকৃতপক্ষে, ভাইরাল হওয়া এই ছবিটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে আহত শিশু নাইমার। তার বাবার নাম মাইন উদ্দিন। অথচ আহত নাইমার ছবি পোস্ট করে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের প্রতিবাদে সে আক্রান্ত বলে দাবি করা হচ্ছে। সূত্র: এইসময়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন