নাগরিকত্ব আইনের সমর্থনে কলকাতায় মহামিছিল করেছে বিজেপি। সোমবার বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নেতৃত্বে এ মহামিছিল হয়।
সংসদের উভয় কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা ভারতে প্রতিবাদের ঝড় উঠেছিল। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হলে তৃণমূল-বাম-কংগ্রেসসহ বিরোধী দলগুলো এক সুরে কেন্দ্রের বিরোধিতায় শামিল হয়েছে। কিছুটা দেরিতে হলেও সোমবার নাগরিকত্ব আইনের সমর্থনে এবং প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে রাস্তায় নামে বিজেপির নেতাকর্মীরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশে শহরের রাস্তায় মিছিলে হাঁটেন দলের কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার দুপুর মধ্য কলকাতার হিন্দি সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে শ্যামবাজার পর্যন্ত যায় বিজেপির এই মহামিছিল। নাড্ডা ছাড়াও এই মিছিলে অংশ নেয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়সহ দলের সংসদ, বিধায়ক ও অসংখ্য কর্মী সমর্থক।
প্রসঙ্গত, মঙ্গলবার উত্তরবঙ্গে এই একই ইস্যুতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে আরও একটি মহামিছিলের আয়োজন করেছে বিজেপি।
বিডি প্রতিদিন/হিমেল