দেখা করার অছিলায় গেস্ট হাউসে আটকে রেখে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। কলকাতার আনন্দপুর থানা এলাকার এই ঘটনায় আটক করা হয়েছে তারই সহপাঠীকে।
জানা গেছে, অভিযোগকারী ওই তরুণী ইগনুর মাওলানা আজাদ কলেজের ছাত্রী। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ স্টেশনে অনিরুদ্ধ পাজা নামে তারই এক সহপাঠীর সঙ্গে দেখা করতে যায়। নির্ধারিত সময়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছন দু’জনে। সহপাঠীর সঙ্গে দেখাও হয় তার। ঠিক করেন মাদুরদহের একটি গেস্ট হাউসে যাবেন দু’জনে। এরপর তারা একটি ক্যাব বুক করেন। ওই ক্যাবে চড়েই সহপাঠীর সঙ্গে মাদুরদহের ওই গেস্ট হাউসে যান কলেজছাত্রী। অভিযোগ, ওই গেস্ট হাউসে সহপাঠী তাকে আটকে রাখে। সেখানেই তার শ্লীলতাহানিও করা হয়।
পরে কোনওক্রমে সুযোগ পেয়ে মাকে ফোন করে ঐ তরুণী। তরুণীর মায়ের ফোন পেয়ে আনন্দপুর থানা ওই গেস্ট হাউসে হানা দেয়। তল্লাশি চালিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করে এবং ঐ তরুণীর সহপাঠী অনিরুদ্ধ পাঁজাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদৌ সত্যি কি না, তা জানতে ইতিমধ্যেই তাকে জেরা করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, আটক অনিরুদ্ধ পাঁজা হাওড়ার লিলুয়ার বাসিন্দা। সে ওই তরুণীর সঙ্গে একই কলেজে পড়ে। সেই সূত্রেই বন্ধুত্ব তৈরি হয় দু’জনের। তাই দু’জনে বৃহস্পতিবার বিকালে দেখা করবেন বলে ভেবেছিলেন। তবে অনিরুদ্ধ এ কাণ্ড ঘটাতে পারে, তা বুঝতে পারেননি ওই তরুণী। সূত্র : সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/শফিক