পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি মরে গেলেও রাজ্যে একটা অন ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেবেন না।
শুক্রবার বিকালে উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির রেল ময়দানে একটি সভায় গিয়ে তিনি বলেন, "ওরা (কেন্দ্র/বিজেপি) বলে বেড়াচ্ছে ডিটেনশন ক্যাম্প করবে। ক্ষমতায় কারা আছে? আমরা আছি। আমি আমার জীবন দিতে তৈরি আছি, কিন্তু ডিটেনশন ক্যাম্প বিজেপিকে করতে দেব না। আমি মরে গেলেও তা করতে দেবো না। এটা মাথায় রাখবেন। আমরা সরকারে আছি। রাজ্য সরকার এগুলো করে। আসামে করতে পেরেছিল কারণ সেখানে বিজেপি সরকার আছে। ওরা দিল্লিতে আছে ওরা নির্বাচিত সরকার, আমরাও নির্বাচিত সরকার। দিল্লিতে ওদের অধিকার, রাজ্য আমার অধিকার। এটা মাথায় রাখতে হবে। আমাকে বেশি আইন দেখিয়ে লাভ নেই। আমি মানুষের আশীর্বাদে সাতবার সংসদ সদস্য হয়েছি। আমিও একাধিক মন্ত্রিত্ব সামলেছি দিল্লিতে। আমিও বুঝি, এসব ব্যাখ্যা করে কোন লাভ নেই।"
রাজ্যবাসীকে আশ্বস্ত করে এদিনের এই সভা থেকে মমতা এদিন পরিষ্কার জানিয়ে দেন "আপনাদের কাউকে দেশ ছাড়তে হবে না। কাউকে বাংলাও ছাড়তে হবে না। আপনারা কেউ ভয় পাবেন না। মানুষের আন্দোলনের জয় হবেই। আপনাদের চিন্তাটা আমার মাথায় দিয়ে দিন। আমরা সেটা দেখে নেব। অত ভাবার কোনো কারণ নেই।"
বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রীর প্রশ্ন "১৯৪৭ সালে যখন দেশ স্বাধীন হয়, তখন বিজেপি কোথায় ছিল? ১৯৮০ সালে জন্মগ্রহণ করেছে যে দল, তাদের কাছ থেকে আমাদের দেশের কথা শুনতে হবে? তারা এখন সবাইকে দেশ থেকে তাড়াতে চাইছে? ওরা কেবল নিজেরাই থাকবে? ওরা বলছে ভোটার কার্ড চলবে না, ইনকাম ট্যাক্স চলবে না, তাহলে কি বিজেপির মাদুলি চলবে?"
মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য "আমরা সকলেই নাগরিক। এখানে রাজা বলে কেউ নেই, আমরা সকলেই প্রজা। আমাদের সকলের অধিকার আছে। এসব ভুল-ভ্রান্তিতে পা দেবেন না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন