আগামী বছরে (এপ্রিল-মে) পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। কিন্তু তার আগে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস’এর বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকাল ৪টা নাগাদ কলকাতায় রাজ্য বিধানসভা ভবনে যান তৃণমূলের দাপুটে নেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। কিন্তু সেসময় বিধানসভার অধ্যক্ষ (স্পিকার) বিমান ব্যানার্জি উপস্থিত না থাকায় বিধানসভার সচিবের কাছে নিজের পদত্যাপ পত্র জমা দেন শুভেন্দু। বিধানসভা ভবনে তার সাথেই উপস্থিত ছিলেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। পরে ই-মেল করে অধ্যক্ষকে ইস্তফাপত্র পাঠান শুভেন্দু।
তবে শুভেন্দুর ইস্তফা পত্র গ্রহণ করা হচ্ছে না বলে জানিয়েছেন স্পিকার বিমান ব্যানার্জি। তার অভিমত ‘ইস্তফাপত্র গ্রহণের কোন এখতিয়ার নেই বিধানসভার সচিবের।’
গত নভেম্বরের শেষের দিকে রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী হিসাবে পদত্যাগ করেন ৪৯ বছর বয়সী রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। সেইসাথে ‘হুগলি রিভার ব্রিজ কমিশন’ (এইচআরবিসি)-এর চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেন শুভেন্দু। ‘হলদিয়া ডেভলপমেন্ট অথরিটি’র মতো একটি স্বশাসিত সংস্থার চেয়ারম্যান থেকেও পদত্যগ করেন তিনি। মন্ত্রী হিসাবে তিনি যে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তাও প্রত্যাহার করেন শুভেন্দু।
তবে প্রাথমিক সদস্যপদ থেকে শুভেন্দু এখনও পদত্যাগ করেননি বলেই জানা গেছে। আর তাই যদি হয়, সেক্ষেত্রে তৃণমূলের সাথে পুরোপুরিভাবে সম্পর্ক ছিন্ন করা হবে।
সূত্রে খবর আগামী কয়েকদিনের মধ্যেই বিজেপিতে নাম লেখাতে চলেছেন শুভেন্দু। সম্ভবত আগামী ১৯-২০ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’এর পশ্চিমবঙ্গ রাজ্য সফরেই বিজেপিতে নাম লেখাতে পারেন তিনি। যদিও দল পরিবর্তন করার ব্যাপারে প্রকাশ্যে এখনও কোন মন্তব্যই করেননি শুভেন্দু। সেক্ষেত্রে আগামী নির্বাচনের আগে বেশ ধাক্কা খেতে পারে মমতা ব্যনার্জির দল তৃণমূল কংগ্রেস।
বিডি প্রতিদিন/ফারজানা