একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিই পশ্চিমবঙ্গে সরকার গড়বে বলে আত্মবিশ্বাসের সাথে জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিমত আগামী বছরের নির্বাচনে ২০০ এর বেশি আসন পেয়ে তার ক্ষমতায় আসতে চলেছে।
শনিবার রাজ্যটির পশ্চিম মেদিনীপুর জেলার কলেজ ময়দানে এক দলীয় জনসভা থেকে অমিত শাহ বলেন, ‘আজ সকালে পত্রিকায় দেখলাম যে তৃণমূলকে কেউ হারাতে পারবে না। কিন্তু গত লোকসভা নির্বাচনে রাজ্য থেকে বিজেপি ১৮ টা আসন পেয়েছি। আমি পরিস্কার করে বলতে চাই, যখন বিধানসভার নির্বাচনের ফলাফল আসবে আপনি দেখে নেবেন এবার ২০০ এর বেশি আসনে জিতে বিজেপি সরকার গড়বে। কারণ আপনি যে উন্নয়নের প্রতিজ্ঞা করেছিলেন, তা হয়নি। উল্টে তোলাবাজি বেড়েছে, গুন্ডারা আশ্রয় নিচ্ছে, দুর্নীতি বেড়েছে।’
এর কারণ হিসাবে অমিত শাহ বলেন ‘কৃষকদের উন্নয়নের জন্য পাঠানো কেন্দ্রীয় সরকারের রুপি রাজ্যের কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না। আয়ুষ্মান ভারত প্রকল্পের রুপি পৌঁছাচ্ছে না। মোদি সরকারের তরফে ঘূর্ণিঝড় আমফানের রুপি বা করোনার জন্য যে ত্রাণ পাঠানো হয়েছিল তা তৃণমূলের নেতাদের পকেটে ঢুকেছে। রাজ্যের গরীব মানুষদের কাছে তা পৌঁছয় নি। আর এই কারণে বাংলার মানুষ আপনাকে আর সরকারে চায় না।’
রাজ্যের মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিজেপির সাবেক সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন ‘একবার আপনারা কংগ্রেস, সিপিআইএম ও তৃণমূলকে জিতিয়ে রাজ্যের ক্ষমতায় এনেছেন। একবার বিজেপিকে ভোট দিয়ে জেতান..আমরা বাংলাকে সোনার বাংলা গড়ে তুলবো।’
অমিত শাহ’এর উপস্থিতিতে এদিনের মঞ্চ থেকে বিজেপিতে নাম লেখান ৭ জন তৃণমূল কংগ্রেস, ১ জন সিপিআইএম, ১ সিপিআই ও ১ কংগ্রেস বিধায়ক, ১ তৃণমূল সাংসদ। এছাড়াও যোগদানের তালিকায় ছিলেন রাজ্যের সাবেক মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুরসভা প্রধান, কাউন্সিলর ও পঞ্চায়েতের সদস্যরা। এদের মধ্যে অন্যতম রাজ্যটির সাবেক মন্ত্রী ও তমলুকের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী, পূর্ব বর্ধমান কেন্দ্রের তৃণমূলের সাংসদ সুনীল মন্ডল, ব্যারাপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ পাঁজা, হলদিয়ার সিপিআইএম বিধায়ক তাপসী মন্ডল, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, সাবেক সাংসদ দশরথ তিরকে, সাবেক মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি প্রমুখ। এদিন ছয় সংখ্যালঘু মুসলিম নেতাও বিজেপিতে নাম লেখান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন