দল বদল করলে ডিভোর্স হয় না। বিচ্ছেদের নোটিশ পাঠানোর পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ ও স্বামী সৌমিত্র খাঁ-কে চিঠি পাঠালেন অধুনা তৃণমূল নেত্রী সুজাতা খাঁ। পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কারণে তার স্ত্রী সুজাতা খাঁকে ডিভোর্স দিয়েছিলেন। তবে ডিভোর্স চান না জানিয়ে সৌমিত্রকে চিঠি দিলেন তার স্ত্রী সুজাতা। স্বামীর বিবাহ বিচ্ছেদ নোটিশের পাল্টা একরাশ ক্ষোভ আর ভালবাসা খামে করে সৌমিত্র খাঁকে পাঠান সুজাতা। এর শেষে লেখা, 'উইথ লাভ, সুজাতা।'
বিধানসভা নির্বাচনের আগে ওপার বাংলার রাজনীতিতে চলছে দলবদলের ট্রেন্ড। ২১ ডিসেম্বর সকলকে চমকে তৃণমূলে যোগ দেন নেতা সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মণ্ডল। এরপরেই কার্যত তেলেবেগুনে জ্বলে ওঠেন সৌমিত্র খাঁ। সাংবাদিক বৈঠকেই বলেন, স্ত্রী তাকে সন্দেহ করতেন। দুর্ব্যবহার করতেন পরিবারের সঙ্গেও। সুজাতার তৃণমূলে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠান সৌমিত্র। শিবির বদলের জেরে সৌমিত্র-সুজাতার সংসারে কি তবে ইতি পড়ল? উঠছিল প্রশ্ন।
ভারতীয় গণমাধ্যমকে সুজাতা বলেছেন, ‘বিজেপি ছাড়তেই সৌমিত্র কান্নাকাটি করলো, বলল তৃণমূল ওপর ঘরের লক্ষ্ণী চুরি করেছে। আবার বিচ্ছেদের নোটিসও পাঠাল।’ তার প্রশ্ন, ‘যদি সত্যিই আমাকে ঘরের লক্ষ্মী মনে করত, তবে কি পারত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে?’
সৌমিত্র কি বিজেপির চাপে এমন সিদ্ধান্ত নিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে সুজাতা জানান, যদি তেমনটা না হয়, তা হলে সৌমিত্র যে অভিনয় করছে, তা নিঃসন্দেহে দারুণ। সৌমিত্রর ডিভোর্সের নোটিশ পাঠানোই প্রমাণ করে দিল যে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত স্ত্রীকে নিজেদের স্বপ্ন বিসর্জন দিতে হবে।’ সূত্র : এই সময় ও আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক