ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে এসেছিলেন তারা। তবে বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকায়ও স্থান হয়নি তাদের। বলা হচ্ছে যশ দাশগুপ্ত, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী ও বনি সেনগুপ্তদের কথা।
শোনা গিয়েছিল, চণ্ডীতলা থেকে প্রার্থী হচ্ছেন যশ দাশগুপ্ত, পায়েল সরকার বেহালা পূর্ব থেকে ও হাওড়া শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী।
আর অভিনেত্রী অঞ্জনা বসু প্রার্থী হচ্ছেন সোনারপুর দক্ষিণ থেকে ও চুঁচুড়া থেকে লকেট চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, বিজেপিতে যোগ দিয়েই সক্রিয় রাজনীতিতে নেমেছেন যশ দাশগুপ্ত। যদিও তার প্রেমিকা নুসরাত জাহান তৃণমূলেই রয়েছেন। আর বনি সেনগুপ্ত বিজেপিতে যোগ দিলেও তার নিজের মা ও প্রেমিকা গিয়েছেন তৃণমূলে।
সূত্র : ডেইলি হ্যান্ট।
বিডি-প্রতিদিন/শফিক