২১ মার্চ, ২০২১ ১৭:০৯

দিদি, আপনার দুর্নীতির খেলা আর চলবে না: মোদি

অনলাইন ডেস্ক

দিদি, আপনার দুর্নীতির খেলা আর চলবে না: মোদি

দিদি (মমতা মুখার্জী) আপনার দুর্নীতির খেলা আর চলবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রবিবার দুপুরে বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে এই কথা জানান তিনি। 

নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এটাই ভারতের প্রধানমন্ত্রীর চতুর্থবারের জন্য বাংলায় প্রচারে আসা।

মোদি বলেন, দিদি (মমতা) ১০ বছরে আপনি আপনার রূপ দেখিয়ে দিয়েছেন। বাংলার মানুষ বুঝেছে মা, মাটি, মানুষের সরকার আসলে কী? ১০ বছর ধরে বাংলার মানুষের সঙ্গে খেলেও খেলার ইচ্ছা মেটেনি? আবারও বলছেন খেলা হবে এসব জানলে আপনাকে কেউ বাংলায় ক্ষমতায় অনতো না।

আরও পড়ুন...গণধর্ষণের পর তরুণীর হাতে ধরিয়ে দেওয়া হয় ৬০ টাকা!

মোদি আরও বলেন, আসল পরিবর্তন বিজেপি আনবে। ভ্রষ্টাচার চলবে না চলবে না। দিদি ভ্রষ্টাচারের খেলা চলবে না চলবে না। দিদি সিন্ডিকেটের খেলা, কাটমনির খেলা চলবে না চলবে না। বিজেপি এলে মায়ের পূজা হবে। মানুষের সম্মান দেওয়া হবে।-কলকাতা২৪

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর