বিধানসভা নির্বাচনে মমতা দিদির বিদায় নিশ্চিত হয়ে গেছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে কুচবিহারে রাসমেলার মাঠে এক বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন তিনি।
মোদি বলেন, ‘২ মে দিদির বিদায় নিশ্চিত হয়ে গেছে। গত দু’ দফার নির্বাচনে প্রচুর মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আজও তাই হচ্ছে। বাংলার ভোটে বিজেপির এমন ঢেউ উঠেছে যে, সেই ঢেউ তৃণমূল আর দিদির গুণ্ডাবাহিনীকে একপাশে নিয়ে গেছে।’
তিনি মমতাকে টার্গেট করে আরও বলেন, সম্প্রতি আপনি বলেছেন, সব মুসলিম এক হও। ভোট ভাগ হতে দিও না। এর মানে হলো আপনি মেনে নিয়েছেন যে, মুসলিম ভোট ব্যাঙ্ক যা আপনার শক্তি ছিল, তাও এখন আপনার হাতের বাইরে চলে গেছে। এ থেকে বোঝা যাচ্ছে আপনি হেরে গেছেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে আজ তৃতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজ্যে ২৭ মার্চ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ২৯ এপ্রিল পর্যন্ত মোট ৮ দফায় ভোটগ্রহণ হবে। নির্বাচনের ফল ঘোষণা হবে ২ মে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক