প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক টুইটে তিনি এই প্রতিবাদ জানান।
টুইটে তিনি লিখেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে আমি বেলা ১২টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছি।’
মঙ্গলবার তিনি এই ধর্নায় বসছেন। সোমবার রাতে মমতার প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। তার পরেই ওই টুইট করেন মমতা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ