অবসর নিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। তাকে জরুরি ভিত্তিতে দিল্লিতে বদলির নির্দেশের ঘটনা নিয়ে কেন্দ্র ও রাজ্য সংঘাতের মধ্যেই সোমবার মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন। মঙ্গলবার থেকে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করবেন তিনি। আগামী তিন বছরের জন্য এই পদে আসীন থাকবেন ‘ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ (আইএএস)-এর এই কর্মকর্তা।
সোমবার রাজ্য সরকারের সচিবালয় নবান্ন থেকে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। সেই সাথে তিনি এও জানান রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব হচ্ছেন ভগবতী প্রকাশ গোপালিকা। নতুন পদে আসার আগে দ্বিবেদী আগে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, অন্যদিকে প্রাণিসম্পদ বিকাশ ও প্রশাসন কর্মিবর্গ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন গোপালিকা।
রাজ্যের অত্যন্ত দক্ষ আইএএস কর্মকর্তা আলাপনের অবসর গ্রহণের (চাকরির শেষ দিন) কথা ছিল চলতি মে মাসের ৩১ তারিখ (সোমবার)। কিন্তু কয়েকদিন আগে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তার চাকরির মেয়াদ আরও তিন মাস বাড়ায়।
কিন্তু গত শুক্রবারই আচমকা আলাপনের দিল্লিতে বদলির নির্দেশিকা আসে। সেখানে ৩১ মে সকাল ১০ টায় দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় কর্মিবৃন্দ ও প্রশিক্ষণ মন্ত্রণালয়ের যোগ দিতে বলা হয় আলাপনকে। আর এরপরই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রবল তোপ দাগেন মমতা ব্যানার্জি। কেন্দ্রে এই সিদ্ধান্তকে অসাংবিধানিক, দুর্ভাগ্যজনক, আইন বহির্ভুত বলে আখ্যায়িত করে মমতা বলেছিলেন সম্প্রতি বিধানসভার নির্বাচনে রাজ্যে খারাপ ফলাফলের কারণেই বিজেপি এই প্রতিহিংসার রাজনীতি করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে মমতাকে এও বলতে শোনা যায় ‘আপনার দুইটি পা ধরলে আপনি যদি তাতে খুশি হন, তবে আমি তাও করতে পারি। কিন্তু দয়া করে নোংরা খেলা খেলবেন না। রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করুন। দয়া করে এই চিঠি প্রত্যাহার করুন।’ কিন্তু তার পরেও বরফ গলেনি।
সোমবার সকাল পর্যন্ত ঠিক ছিল যে আগামী তিনমাস বর্ধিত মেয়াদেই রাজ্যটির মুখ্যসচিব হিসাবে কাজ করবেন। কারণ রাজ্যের তরফে আলাপনকে দিল্লি যাওয়ার ছাড়পত্র না দেওয়ার সেই সম্ভাবনাই প্রবল ছিল।
সেই মতো এদিন সকালেই নবান্নে চলে আসেন তিনি। কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হতেই সিদ্ধান্ত বদল। তিন মাসের বর্ধিত মেয়াদ গ্রহণ না করে মুখ্যসচিবের পদ থেকে অবসর নেন আলাপন বন্দোপাধ্যায়।
পরে সংবাদ সম্মেলন করে আলাপনের ভূষসী প্রশংসা করে মমতা বলেন ‘সোমবার আলাপন বন্দোপাধ্যায় মুখ্য সচিব পদ থেকে অবসর নিয়েছেন। তাকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে আগামী তিন বছরের জন্য তিনি তার নতুন পদে কাজ শুরু করবেন।’
মমতা আরও বলেন ‘করোনাকালে তাকে আমাদের চাই। তিনি রাজ্যের গরিব, দুর্বল, তফসিলি জনজাতি, সংখ্যালঘু মানুষের জন্য কাজ করছেন। আমি চাইলেই ওকে বলতেই পারতাম যে তুমি থেকে যাও। তাতে কেন্দ্র কিছুই করতে পারতো না। কিন্তু আলাপন নিজেই অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন।’
কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা আরও বলেন করোনা মোকাবিলায় মুখ্যসচিবকে রাজ্যেই রাখতে চেয়েছিলাম কিন্তু এমন নির্দয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আগে দেখিনি। এমন কি বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে মমতা ব্যানার্জি কেন্দ্রকে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠিরও কোনও উত্তর মেলেনি বলে জানান মুখ্যমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন