ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৭৭ লাখ রুপি মূল্যের স্বর্ণ জব্দ করেছে বিএসএফ। আটক করা হয়েছে এক বাংলাদেশি পাচারকারীকে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ১০২ ব্যাটালিয়নের অধীন উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত চৌকি গোবর্ধা এলাকা থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২,৮২৩.৭২০ গ্রাম, জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১,৭৭,৩২,৯৬১ রুপি।
বিএসএফ জানিয়েছে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এক ব্যক্তি ভারতের দিকে প্রবেশ করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক ছিল। বিএসএফ সদস্যদের দেখতে পেয়ে ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। এসময় বিএসএফ পেছন থেকে ধাওয়া করে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে। আটককৃত চোরাকারবারীকে তল্লাশি করে, তার কাছে ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়।
আটককৃত রিপন হাসানের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাইকারি গ্রামে।
জিজ্ঞাসাবাদে রিপন হাসান জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে হাসান গাজী নামে এক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ওই স্বর্ণ গ্রহণ করেন। সেই মালামাল পৌঁছে দেওয়ার কথা ছিল এক ভারতীয় চোরাকারবারীর কাছে। এজন্য পারিশ্রমিক হিসেবে ৫০০ বাংলাদেশি টাকা পাওয়ার কথা ছিল রিপনের। কিন্তু তার আগে বিএসএফের জালে ধরা পড়ে রিপন।
আটক চোরাকারবারী ও জব্দকৃত স্বর্ণের বার জেলার তেঁতুলিয়া কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন