বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

বাসচাপায় ফের বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

রাজধানীর মেরুল বাড্ডায় আবারও বাসচাপায় সাদী মোর্শেদ নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এশিয়া হাসপাতালের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মোর্শেদ বারিধারায় বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি অব বাংলাদেশের (আইইউবি) বিবিএর শিক্ষার্থী ছিলেন। নিহতের বাবা জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম। তিনি পরিবারের সঙ্গে উত্তর কমলাপুরের ৪২ নম্বর বাড়িতে থাকতেন। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর সদরে।
নিহতের মা সবুরা বেগম জানান, মোর্শেদ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিল। মেরুল বাড্ডার এশিয়া হাসপাতালের সামনে যাত্রীবাহী ফালগুন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোর্শেদ গুরুতর আহত হলে পথচারীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ফালগুন পরিবহনের ঘাতক বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-১৯৬০) আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে। তেজগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার : তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই রুক্কুন উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, তেজগাঁওয়ে গত সোমবার রাতে কয়েকজন মাদকসেবীর সঙ্গে মারামারির একপর্যায়ে অজ্ঞাত এক যুবকের (৩০) মাথায় ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বিজি প্রেসের ডেসপাচ গেটের সামনের ফুটপাত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল নীল ফুলহাতা শার্ট ও কালো ফুলপ্যান্ট।

 

সর্বশেষ খবর