চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি কি অংশ নিচ্ছে নাকি বিএনপি নেতৃত্বাধীন জোটের কারণে পিছিয়ে যাচ্ছে এই নির্বাচন? কিংবা স্থানীয় সরকারের এই নির্বাচনকে ঘিরে বিএনপি জোট নতুন কোনো কৌশল নিচ্ছে না তো!- এমন জল্পনা চলছে এখন চট্টগ্রামের রাজনীতিসচেতন মহলে। নির্বাচন নিয়ে উৎকণ্ঠা যেমন আছে, তেমনি আছে আশা। আশাবাদ এমনটাই, চসিক নির্বাচনের ডামাডোলে অবরোধ-হরতালনির্ভর রাজনীতির অস্থিরতা-শঙ্কা কেটে যাবে। বিদগ্ধরা বলছেন, চসিক নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট অংশ না নিলে ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো আরেকটি ‘ঐতিহাসিক রাজনৈতিক ভুল’ করবে জোটটি। এদিকে চসিক নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়ালেও বিএনপির প্রার্থীরা অনেকেই গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। এমন অবস্থায় চসিক নির্বাচনের ডামাঢোল বিএনপির জন্য সুবাতাস বইয়ে আনছে না ভেবে বিএনপি সমর্থকরা অনেকেই এ নির্বাচনকে ‘বয়কট’ কারার তাগিদ দিচ্ছেন তৃণমূলে। তৃণমূলে এও প্রশ্ন উঠেছে যে, বিএনপি দল বা জোটগতভাবে না করে আঞ্চলিক চাহিদার ভিত্তিতে অন্য কোনোভাবে সামাজিক কোনো পর্ষদ থেকে প্রার্থিতা ঘোষণা দিচ্ছে না তো?- এমন অনিশ্চয়তা, কৌতূহল আর উৎকণ্ঠা ভরা প্রশ্নের মাঝে এ প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চসিক নির্বাচনে অংশ না নিলে আরেকটি ‘ঐতিহাসিক রাজনৈতিক ভুল’ করবে বিএনপি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য আরও বলেন, স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নিয়ে বিএনপি একটি চ্যালেঞ্জও ছুড়ে দিতে পারে আওয়ামী লীগকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. গাজী সালেহ উদ্দিনের মতে, ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে, চসিক নির্বাচনে যুক্ত হয়ে তা কাটিয়ে ওঠার সুযোগ নেওয়া উচিত বিএনপির। দলটির বর্তমান মাঠছাড়া দশার জন্য তারা নিজেরাই দায়ী। বিএনপি নিজেই এ অবস্থা তৈরি করেছে। চসিক নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপি এখনো কোনো সিদ্ধান্তে আসেনি। দলের চট্টগ্রাম কিংবা কেন্দ্রের শীর্ষ নেতারা কেউ-ই এ নিয়ে ব্যাখ্যা দিতে পারছেন না। শীর্ষ নেতারা কেউ কেউ অনেকটা আত্মগোপানে যাওয়ার আগে এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে জানান, চসিক নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। চট্টগ্রাম মহানগরী বিএনপির সভাপতি, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, এখন চসিক নির্বাচন মুখ্য নয়। দেশ রক্ষাই বড় বিষয়। বিএনপি সমর্থিত বর্তমান মেয়র এম মনজুর আলম বিগত নির্বাচনে আওয়ামী লীগ মহানগর সভাপতি, ‘হ্যাটট্রিক মেয়র’ এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় লাখো ভোটের ব্যবধানে হারালেও আসন্ন চসিক নির্বাচনকে ঘিরে তিনি এখনো নিজেকে প্রার্থী ঘোষণা করেননি। চট্টগ্রামের বিএনপি রাজনীতির অন্যতম নীতিনির্ধারক, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ও সাবেক মেয়র মীর নাছির উদ্দিনও এ বিষয়ে নিরুত্তর। কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারও আত্মগোপনে যাওয়ার আগে এ নিয়ে সুনির্দিষ্ট মন্তব্য করেননি। তবে বলেন, সময় হলে অনেক প্রশ্নের উত্তর মেলবে।
শিরোনাম
- চাপাইনবাবগঞ্জে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
- পঞ্চদশ সংশোধনী : লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে
- শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
দুই সিটি নির্বাচন
চট্টগ্রামে বিএনপির অংশ নেওয়া নিয়ে জল্পনা
রিয়াজ হায়দার, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর