শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১০

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১০

ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস —বাংলাদেশ প্রতিদিন

বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। গতকাল ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনার পর এলাকায় দিনভর স্বজনদের আহাজারি চলতে দেখা গেছে।

জানা গেছে, শেরপুরের ধানকুণ্ডিতে ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে দিনাজপুরগামী যাত্রীবাহী বাস রেখা এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সাত পুরুষ যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) দুজন মারা যান। শজিমেকে চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় ২৫ জন বাসযাত্রী। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। দুর্ঘটনায় নিহতরা হলেন— দিনাজপুর পৌরশহরের বালুডাঙার নুরুল ইসলাম সরকারের ছেলে নাজমুল সরকার (৪০), রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর চৌধুরীপাড়ার খলিলুর রহমানের ছেলে বেনজির রহমান (৪৫), দিনাজপুর সদর উপজেলার খোদমাধবপুর মিস্ত্রীপাড়ার মৃত আবদুল আজিজ মিয়ার ছেলে পারভেজ আলম (৩৫), টাঙ্গাইলের ঘাটাইল উপজলার জোড়বাড়িয়া গ্রামের মালেক উদ্দিনের ছেলে ট্রাকচালক ভোলা মিয়া (৪২), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তপনঘাট গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে বাসচালক শামীম হোসেন বেলাল (৪০), একই উপজেলার ছাবেদগঞ্জ গ্রামের তাজবর রহমানের ছেলে তজিরুল ইসলাম (৩৬), আমবাগান গ্রামের শাহ আলমের ছেলে দুলাল হোসেন (৩৬), একই জেলার বিরামপুর উপজেলার দোগাছি গ্রামের শফি মণ্ডলের ছেলে আবদুল হাকিম (৪০), জয়পুরহাটের পাঁচবিবির আজিজার রহমানের ছেলে সরোয়ার রহমান (৩৫) ও ঠাকুরগাঁও সদর উপজেলার নুর মোহাম্মদের ছেলে হাফিজুর রহমান (৩৮)। আহতদের মধ্যে রয়েছেন— দিনাজপুরের মোখলেছুর রহমান (৫৫), বিরামপুরের আবির উদ্দিন (২৪), আবদুল লতিফ (২৫), নবাবগঞ্জের রেজাউল আলম (৩০), রংপুরের পীরগঞ্জের শাহিন আলম (৩৫), রফিকুল ইসলাম (৪০), আসাদ (৩০), গাইবান্ধার সাঘাটার শফিকুল ইসলাম (৩০), এরশাদ (২৮), শফিকুল ইসলাম (৩৫), চাঁদপুরের নূর মোহাম্মদ (২৮), ঠাকুরগাঁওয়ের আবদুল লতিফ (৩০), দিনাজপুরের ঘোড়াঘাটের শাহানুর আলম (৩০), টাঙ্গাইলের ঘাটাইলের জাফর (২২), দিনাজপুর সদর উপজেলার আইয়ুব আলী (৬০)। দুর্ঘটনার পর মহাসড়কের ওপর যাত্রীবাহী বাসটি আড়াআড়িভাবে পড়ে থাকায় উভয় পাশে যানবাহন চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে। ফলে দীর্ঘ সড়কে যানজটের সৃষ্টি হয়। থানা পুলিশের সহযোগিতায় ২ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান, পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. ইসরাফিল হাওলাদার, জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমানসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বগুড়ার শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, নিহত ১০ জনের পরিচয় পাওয়া গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যানবাহন চলাচল করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, যাত্রীবাহী বাস ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর