রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

তরুণদের উগ্রপথে ঠেলে দিচ্ছে মাদক

শফিউল ইসলাম মহিউদ্দিন

তরুণদের উগ্রপথে ঠেলে দিচ্ছে মাদক

সব ধরনের উগ্রপন্থা প্রতিরোধে সরকারকে দীর্ঘমেয়াদি চিন্তা করে জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডের মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনাকারীদের ধরতে হবে বলে মনে করেন দেশের এফবিসিসিআইর প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। তার মতে, দেশে মাদকের ভয়াবহতা উগ্রপন্থা বাড়িয়ে দিচ্ছে। ফেনসিডিল, ইয়াবার চেয়েও ভয়াবহ ‘ইনথেটামিন’ নামের মাদক তরুণ প্রজন্মকে মগজ ধোলাই করে উগ্রপথে ঠেলে দিচ্ছে। জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডকে আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে শফিউল ইসলাম মহিউদ্দিন আরও বলেন, আমাদের দেশে এই ধরনের সন্ত্রাসী হামলা প্রথম হলো। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে এই সন্ত্রাসী হামলা আমরা দেখেছি। তার মতে, দেশে অনেক সুযোগ-সন্ধানী গ্রুপ আছে। আমাদের দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হোক দেশি-বিদেশি অনেকে চায়।

এই শক্তির বিরুদ্ধে সজাগ অবস্থানে থেকে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিজিএমইএ’র সাবেক এই সভাপতি বলেন, এখন পুলিশের শক্তি-সামর্থ্য বাড়ানো প্রয়োজন। এরসঙ্গে সারা দেশে ব্যাপক পরিসরে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে উগ্রপন্থি জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে। রুখতে হবে মাদকের ভয়াবহতা। তার মতে, ফেনসিডিল, ইয়াবার চেয়েও ভয়াবহ ‘ইনথেটামিন’ নামের মাদক তরুণ প্রজন্মকে মগজ ধোলাই করে উগ্রপথে ঠেলে দিচ্ছে। এর বিরুদ্ধে অভিভাবকদের সচেতনতা বাড়ানো প্রয়োজন।

সর্বশেষ খবর