মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

দায় স্বীকার করল মিলন ক্ষুব্ধ সহপাঠীরা

মাদারীপুর প্রতিনিধি

দায় স্বীকার করল মিলন ক্ষুব্ধ সহপাঠীরা

মাদারীপুরের ডাসারে স্কুলছাত্রী নিতু হত্যা ঘটনায় আটক মিলন মণ্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক ফৌজিয়া হাফসার কাছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মিলনের ৭ দিনের রিমান্ড আবেদন করে।

আদালতে মিলন মণ্ডল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। পরে দীর্ঘ আড়াই ঘণ্টা বিচারক জবানবন্দি নিয়ে মিলনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডাসার থানার এসআই বায়েজীদ মৃধা জানান, মিলন নিতুকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেন।

মাদারীপুরে ডাসার থানার নবগ্রাম হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী নিতু হত্যার ঘটনায় রবিবার রাতেই ডাসার থানায় মামলা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা খুনির শাস্তির দাবিতে নবগ্রাম হাইস্কুল মাঠে মানববন্ধন করে। হত্যাকাণ্ডে জড়িত মিলনকে প্রধান আসামি করে নিতুর বাবা নির্মল মণ্ডল বাদী হয়ে ডাসার থানায় হত্যা মামলা করেছেন।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিতুকে রবিবার সকালে কুমিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলন মণ্ডল নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ খবর