কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর ঘাতকদের শনাক্ত ও গ্রেফতারের দাবিতে প্রতিবাদী বাউল সংগীত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তনু হত্যার ৬ মাস উপলক্ষে গতকাল নগরীর পূবালী চত্বরে বেলা ১১টা থেকে গণজাগরণ মঞ্চ কুমিল্লা ও অচীন পাখি বাউল গোষ্ঠী এ কর্মসূচির আয়োজন করে। বাউলরা সন্তান বিষয়ক গান গাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তনুর মা আনোয়ারা বেগম। তার কান্না দেখে উপস্থিত লোকজনের চোখ অশ্রুসজল হয়ে উঠে। কুমিল্লা নগরীর পূবালী চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে নগরীর জামতলায় প্রতিবাদী বাউল সংগীতের আয়োজন করা হয়। তনুর মা বলেন, আমরা আর কত আশ্বাসের বাণী শুনবো। মেয়ে হারানোর কষ্টে তনুর বাবা স্ট্রোক করেছেন। দুই ছেলে নিয়ে বিপাকে আছি। হুমকি-ধমকিও চলছে। আমার পরিবারটি ধ্বংস হয়ে গেল। আমি দ্রুত মেয়ের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি চাই। এ সময় তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র খায়রুল আনাম রায়হান বলেন, ৬ মাসেও মামলার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। দুই দফা লাশের ময়নাতদন্ত হয়েছে। কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হয়নি। এছাড়া সন্দেহভাজনের সঙ্গে তনুর পোশাকে পাওয়া ডিএনএ নমুনা ম্যাচ করার কাজটিও শুরু হয়নি। অচিন পাখি বাউল গোষ্ঠীর বাউল বজলুর রহমান বাবুল জানান, ৩০ জন বাউলের অংশগ্রহণে নগরীর জামতলায় প্রতিবাদী সংগীতের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য গত ২০ মার্চ রাতে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। দুই দফায় তদন্তকারী সংস্থা ও কর্মকর্তা পরিবর্তন করে গত ১ এপ্রিল থেকে মামলাটি তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
শিরোনাম
- জাহানারার অভিযোগে স্বাধীন তদন্ত কমিটি চাইলেন তামিম
- নবজাতকদের এনআইসিইউতে প্রাণঘাতী ‘ফাঙ্গাল সুপারবাগ’র বিস্তারে উদ্বেগ
- ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা
- গ্র্যামির মনোনয়ন থেকে বাদ টেইলর সুইফট
- মার্কিন সরকারে শাটডাউন, একদিনে বাতিল ৩ হাজার ৩০০ ফ্লাইট
- সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- আট বছর পর ক্রিকেটে ফিরেই ৯ উইকেট
- মার্কিন নাগরিকদের ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
- দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না: নৌপরিবহন উপদেষ্টা
- আত্মহত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আরও সাত পরিবারের মামলা
- প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি চলবে
- লতিফ সিদ্দিকীর জামিন বহাল আপিল বিভাগে
- জাতীয়তাবাদের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার ড্যাবের
- নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলের হামলা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি
- সিনেটে সমঝোতা, যুক্তরাষ্ট্রে শেষ হচ্ছে রেকর্ড শাটডাউন
- টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
- এবার ঢাবির জিয়া হলে ধূমপান নিষিদ্ধ
- জাতীয় রাজস্ব বোর্ডের ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালু
কান্নায় ভেঙে পড়লেন তনুর মা, রাজপথে প্রতিবাদ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর