শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
সুন্দরবনে র‌্যাবের অভিযান

বনদস্যুদের আস্তানা ধ্বংস, অস্ত্র উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর বিশেষ অভিযানের প্রথম দিনে বনদস্যু ‘সাগর বাহিনীর’ সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ২টার দিকে দুধমুখী এলাকায় এ ঘটনা ঘটে। পরে দস্যুদের একটি আস্তানা ধ্বংস করে দেয় র‌্যাব। ঘটনাস্থল থেকে  বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৮ এর অধিনায়ক কর্নেল ইফখোরুল মাবুদ বিকাল ৫টায় মোবাইল বার্তায় জানান, বুধবার সন্ধ্যা থেকে দস্যুদমন ও অপহূত জেলে উদ্ধারে সুন্দরবনে তাদের বিশেষ অভিযান শুরু হয়। গতকাল দুপুর ২টার দিকে র‌্যাব সদস্যরা শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকায় পৌঁছলে বনদস্যু সাগর বাহিনী বনের ভিতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে গহিন বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ১ নালা বন্দুক, একটি কাটা রাইফেল ও ১১ রাউন্ড তাজা গুলিসহ দস্যুদের ব্যবহূত মালামাল উদ্ধার করা হয়। পরে ওই আস্তানা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সর্বশেষ খবর