মুক্তিপণের ৪৫ হাজার টাকা না পেয়ে অপহরণকারীরা তাজুল ইসলাম (৭) নামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত সুজন নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গোলাকান্দাইল এলাকার বিল থেকে তাজুলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। তাজুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বিরকাঠালিয়া এলাকার আবদুল আউয়াল মিয়ার ছেলে। আবদুল আউয়াল পরিবার নিয়ে রূপগঞ্জের ভুলতা টেলাপাড়া এলাকার মোশারফ মিয়ার বাড়িতে বাস করেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। গ্রেফতারকৃত সুজন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মাতারপুরের আবদুল হকের ছেলে। তিনি উপজেলার পুরান বাজার এলাকায় বাস করেন। সূত্র জানায়, তাজুল ইসলামের বড় ভাই মাজহারুল ইসলামের সঙ্গে স্থানীয় একটি কাপড়ের ছাপা কারখানায় কাজ করত সুজন। সেই সুবাদে সুজন প্রায় সময়ই মাজহারুল ইসলামের বাড়িতে আসা-যাওয়া করে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। এ ছাড়া প্রায় সময়ই খেলাধুলার জন্য তাজুল ইসলামকে মোবাইল দিত। গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে সুজনসহ একদল অপহরণকারী তাজুলকে অপহরণ করে। তারা তাজুলের পিতা আউয়ালের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাজুলকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। গত রবিবার রাতে মুক্তিপণের ৫ হাজার টাকাও পরিশোধ করা হয়। বাকি ৪৫ হাজার না দেওয়ায় তাজুলকে হত্যা করা হয়। এদিকে, অপহরণের বিষয়টি পরিবারের সদস্যরা থানা পুলিশকে অবহিত করলে ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আজাদসহ পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুজনকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে গ্রেফতার করে। সুজনের তথ্য অনুযায়ী গোলাকান্দাইলের বিল থেকে তাজুলের লাশ তোলা হয়। জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করে, অপহরণের পর তাজুলকে গলাটিপে হত্যা করা হয়েছে। সুজন জানায়, ঘটনার সঙ্গে মামুন নামে আরও একজন জড়িত। তাজুল ইসলামের মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাজুল ইসলামের বাবা আবদুল আউয়াল বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তাজুল ইসলামের মামা মোহাম্মদ ফেরদৌস বলেন, অপহরণের পরের দিনও গ্রেফতারকৃত সুজন তার বোনের বাড়িতে এসে দেখা করে ভাগিনা তাজুল ইসলামকে খুঁজে বের করে এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহীদুল আলম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মামুনসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শিরোনাম
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই : প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের