মুক্তিপণের ৪৫ হাজার টাকা না পেয়ে অপহরণকারীরা তাজুল ইসলাম (৭) নামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত সুজন নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গোলাকান্দাইল এলাকার বিল থেকে তাজুলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। তাজুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বিরকাঠালিয়া এলাকার আবদুল আউয়াল মিয়ার ছেলে। আবদুল আউয়াল পরিবার নিয়ে রূপগঞ্জের ভুলতা টেলাপাড়া এলাকার মোশারফ মিয়ার বাড়িতে বাস করেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। গ্রেফতারকৃত সুজন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মাতারপুরের আবদুল হকের ছেলে। তিনি উপজেলার পুরান বাজার এলাকায় বাস করেন। সূত্র জানায়, তাজুল ইসলামের বড় ভাই মাজহারুল ইসলামের সঙ্গে স্থানীয় একটি কাপড়ের ছাপা কারখানায় কাজ করত সুজন। সেই সুবাদে সুজন প্রায় সময়ই মাজহারুল ইসলামের বাড়িতে আসা-যাওয়া করে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। এ ছাড়া প্রায় সময়ই খেলাধুলার জন্য তাজুল ইসলামকে মোবাইল দিত। গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে সুজনসহ একদল অপহরণকারী তাজুলকে অপহরণ করে। তারা তাজুলের পিতা আউয়ালের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাজুলকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। গত রবিবার রাতে মুক্তিপণের ৫ হাজার টাকাও পরিশোধ করা হয়। বাকি ৪৫ হাজার না দেওয়ায় তাজুলকে হত্যা করা হয়। এদিকে, অপহরণের বিষয়টি পরিবারের সদস্যরা থানা পুলিশকে অবহিত করলে ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আজাদসহ পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুজনকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে গ্রেফতার করে। সুজনের তথ্য অনুযায়ী গোলাকান্দাইলের বিল থেকে তাজুলের লাশ তোলা হয়। জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করে, অপহরণের পর তাজুলকে গলাটিপে হত্যা করা হয়েছে। সুজন জানায়, ঘটনার সঙ্গে মামুন নামে আরও একজন জড়িত। তাজুল ইসলামের মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাজুল ইসলামের বাবা আবদুল আউয়াল বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তাজুল ইসলামের মামা মোহাম্মদ ফেরদৌস বলেন, অপহরণের পরের দিনও গ্রেফতারকৃত সুজন তার বোনের বাড়িতে এসে দেখা করে ভাগিনা তাজুল ইসলামকে খুঁজে বের করে এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহীদুল আলম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মামুনসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শিরোনাম
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
মুক্তিপণের টাকা না পেয়ে স্কুলছাত্রকে হত্যা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
৮ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন
ভারতের ‘চিকেন নেকে’ সর্বোচ্চ সতর্কতা: শিলিগুড়িতে উচ্চপর্যায়ের গোয়েন্দা বৈঠক
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম