মুক্তিপণের ৪৫ হাজার টাকা না পেয়ে অপহরণকারীরা তাজুল ইসলাম (৭) নামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত সুজন নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গোলাকান্দাইল এলাকার বিল থেকে তাজুলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। তাজুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বিরকাঠালিয়া এলাকার আবদুল আউয়াল মিয়ার ছেলে। আবদুল আউয়াল পরিবার নিয়ে রূপগঞ্জের ভুলতা টেলাপাড়া এলাকার মোশারফ মিয়ার বাড়িতে বাস করেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। গ্রেফতারকৃত সুজন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মাতারপুরের আবদুল হকের ছেলে। তিনি উপজেলার পুরান বাজার এলাকায় বাস করেন। সূত্র জানায়, তাজুল ইসলামের বড় ভাই মাজহারুল ইসলামের সঙ্গে স্থানীয় একটি কাপড়ের ছাপা কারখানায় কাজ করত সুজন। সেই সুবাদে সুজন প্রায় সময়ই মাজহারুল ইসলামের বাড়িতে আসা-যাওয়া করে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। এ ছাড়া প্রায় সময়ই খেলাধুলার জন্য তাজুল ইসলামকে মোবাইল দিত। গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে সুজনসহ একদল অপহরণকারী তাজুলকে অপহরণ করে। তারা তাজুলের পিতা আউয়ালের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাজুলকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। গত রবিবার রাতে মুক্তিপণের ৫ হাজার টাকাও পরিশোধ করা হয়। বাকি ৪৫ হাজার না দেওয়ায় তাজুলকে হত্যা করা হয়। এদিকে, অপহরণের বিষয়টি পরিবারের সদস্যরা থানা পুলিশকে অবহিত করলে ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আজাদসহ পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুজনকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে গ্রেফতার করে। সুজনের তথ্য অনুযায়ী গোলাকান্দাইলের বিল থেকে তাজুলের লাশ তোলা হয়। জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করে, অপহরণের পর তাজুলকে গলাটিপে হত্যা করা হয়েছে। সুজন জানায়, ঘটনার সঙ্গে মামুন নামে আরও একজন জড়িত। তাজুল ইসলামের মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাজুল ইসলামের বাবা আবদুল আউয়াল বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তাজুল ইসলামের মামা মোহাম্মদ ফেরদৌস বলেন, অপহরণের পরের দিনও গ্রেফতারকৃত সুজন তার বোনের বাড়িতে এসে দেখা করে ভাগিনা তাজুল ইসলামকে খুঁজে বের করে এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহীদুল আলম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মামুনসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শিরোনাম
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
মুক্তিপণের টাকা না পেয়ে স্কুলছাত্রকে হত্যা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর