পাবনায় কুখ্যাত সন্ত্রাসী, চরমপন্থি নেতা, নিস্তার বাহিনীর প্রধান নিজাম নিস্তার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল ভোরে জেলার বেড়া উপজেলার দুর্গম ঢালার চরের দরির চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম নিস্তার পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কাথুলিয়া গ্রামের ইয়াছিন আলী মিস্ত্রির ছেলে। তার বিরুদ্ধে ঢালার চরের আলোচিত পুলিশ মার্ডার, অপহরণ, চাঁদাবাজিসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে। নিস্তার বাহিনীর অত্যাচার নিয়ে বাংলাদেশ প্রতিদিনে ২২ নভেম্বর একটি সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকেই র্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে খুঁজতে থাকেন। নিজাম নিস্তার সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি জেলা জাসদের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম মিন্টুর গ্রামের বাড়ি ও শাহজাদপুর পৌর মেয়র মিরুর বাড়িতে অবস্থান করে আসছিলেন। সম্প্রতি সাংবাদিক শিমুল হত্যার পর তার আশ্রয়স্থল নষ্ট হয়ে যায়। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, চরমপন্থিদের দুটি দলের মধ্যে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সংঘর্ষ ও গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই পক্ষকে হটিয়ে দিতে পুলিশও গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও চরমপন্থিদের দুটি দলের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে চরমপন্থিরা পিছু হটে। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল থেকে এক সন্ত্রাসীর লাশ এবং একটি দেশি পিস্তল, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি চাপাতি উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়রা নিহত ব্যক্তি নিজাম নিস্তার বলে নিশ্চিত করেন। এ ব্যাপারে কাথুলিয়া গ্রামের আব্বাস উদ্দিন বলেন, ‘আমরা তার অত্যাচারে গ্রামে থাকতে পারতাম না। রাতের আঁধারে এসে হামলা চালিয়ে চলে যেতেন নিজাম নিস্তার ও তার লোকজন। আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি তার মৃত্যুর খবরে।’ কাথুলিয়া গ্রামের মাহতাব উদ্দিন বলেন, নিজাম নিস্তার ও তার লোকজন পাবনা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার অসংখ্য লোককে হত্যার পর পাংশার পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছেন। তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকেও একইভাবে হত্যা করা হতো। উল্লেখ্য, পাবনার ঢালার চরে আলোচিত তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামি চরমপন্থি নিজাম নিস্তারের বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ীর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ২৫টি মামলা রয়েছে।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নিহত
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর