চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবনে কর্ণফুলী ঘাটের ইজারা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের সংঘাত এড়াতে নগর ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং ছাত্রলীগ নেতা আবু মুহাম্মদ মহিউদ্দিন গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ আছে, মহিউদ্দিন গ্রুপের একজন দরপত্রের ফরম কিনতে গেলে আবদুল্লাহ আল মামুন তাকে বাধা দিলে এ ঘটনার সূত্রপাত হয়। জানা যায়, গতকাল ছিল কর্ণফুলী নদীর ১১ নম্বর পারাপার ঘাট, ১৪ নম্বর পারাপার ঘাট, ১৫ নম্বর পারাপার ঘাট, মাতবর ঘাট, ৮ নম্বর বিওসি ঘাট, অভয়মিত্র ঘাট, তিন টেঙ্গে ঘাট, চাক্তাই ঘাট, লবণঘাট, গাইজ্জ্যের ঘাটসহ মোট ১২টি ঘাটের ইজারার ফরম বিক্রির শেষ দিন। তাই সকাল থেকেই দুই গ্রুপের উত্তেজনা চলছিল। বিকাল ৩টায় দুই পক্ষের মধ্যে এক দফা হাতাহাতি হয়। এ সময় নগর ভবনের ভিতরে ভাঙচুরেরও ঘটনা ঘটে। বিকালে নগর ভবনের ভিতরে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বাইরে রাস্তায় দুই পক্ষের গুলি বিনিময় হয়। ছাত্রলীগ নেতা ইয়াছির আরাফাত বলেন, ছাত্রলীগ নামধারী একটি পক্ষ মেয়রের অর্জনগুলোকে ম্লান করে দিচ্ছে। বিষয়টি ছাত্রলীগ নেতাদের ভাবা উচিত। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, দুপুরের দিকে কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে শুনেছি। এগুলো টেন্ডারের সঙ্গে সম্পর্কিত নয়।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
চট্টগ্রামে ছাত্রলীগের গোলাগুলি, আহত আইনজীবীসহ ৫ জন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর