শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জয় ডিজিটাল পার্ক দর্শনীয় স্থান

সাঈদুর রহমান রিমন

জয় ডিজিটাল পার্ক দর্শনীয় স্থান

ভোলার লালমোহনে গড়ে তোলা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক হাজারো মানুষের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন এই পার্কে। এটি এলাকায় বিনোদন ও প্রযুক্তির বিকাশে নতুন মাত্রা যোগ করেছে। সরেজমিন দেখা গেছে, সেখানে বিনোদন শুধু আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে শিক্ষার অন্যতম মাধ্যম। ডিজিটাল শিক্ষার আধার হয়েছে এ পার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের নামে গড়া এ পার্কটিতে দেশের সবচেয়ে বড় এলইডি টিভি, ফ্রি ওয়াই-ফাই সুবিধা, রেলগাড়ি, নাগরদোলাসহ ২৬টি রাইডস রয়েছে। প্রযুক্তিনির্ভর, দৃষ্টিনন্দন ডিজিটাল পার্কটি প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে। এখানে দেশের সবচেয়ে বড় ২০ ফুট বাই ৩০ ফুট এলইডি টিভি স্থাপন করা হয়েছে। ফলে শুধু লালমোহন নয়, সমগ্র জেলার বিনোদনের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে এটি। আবার জেলার বাইরে থেকেও অনেক বিনোদনপ্রেমী ভিড় করছেন এ পার্কে। পার্কের বিশাল মাঠের চারপাশে ওয়াকওয়ে। পাশের পুকুরের উন্নয়ন করে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। সন্ধ্যার পর বাহারি আলোর রং ছড়িয়ে পড়ে গোটা পার্কে। লাল-নীল আলোয় মায়াবী রূপ নেয় পার্ক। জানা গেছে, বিকাল হলেই দল বেঁধে হাঁটার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। এ ছাড়া বিভিন্ন রাইডস উৎসবমুখর করে রাখে বাচ্চাদের। এখানে কেউ আসেন নির্মল বাতাস গ্রহণের জন্য, আবার কেউ বেঞ্চে বসে টিভি দেখেন। তবে সবচেয়ে বেশি আকর্ষণ ফ্রি ইন্টারনেট সুবিধা। তরুণ-তরুণীদের বড় একটি অংশ ইন্টারনেট ব্যবহারের জন্য আসেন পার্কে। ইচ্ছামতো প্রযুক্তির আধুনিক সুযোগ-সুবিধা গ্রহণ করা যাচ্ছে এখানে। মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে বসার জন্য দিঘির মতো ছোট অত্যাধুনিক পুকুর। এতে ঘোরার জন্য রয়েছে স্পিডবোট ও ব্যাটারিচালিত রাজহাঁসের আকৃতিতে তৈরি জলহাঁস। পার্কের সবচেয়ে আকর্ষণীয় হলো পুকুরের মাঝে ভাসমান শান্তির প্রতীক নৌকার বিশাল এক প্রতিকৃতি। যার চারদিকে বেষ্টন করে রয়েছে পানির ফোয়ারা। আর পানির মধ্যে নিমজ্জিত রয়েছে ওয়াটারপ্রুফ রং-বেরঙেয়ের লাইট। পার্কটির পশ্চিম প্রান্তের দক্ষিণ কোনে যুক্ত হয়েছে বাচ্চাদের জন্য ওয়ান্ডার হুইল (নাগরদোলা), মিনি ইলেকট্রিক ট্রেন, স্কয়ার দোলনা, ইউ দোলনা, এল দোলনা, মাকড়সার জাল, স্লিপার গ্রাউন্ড সেটসহ অন্যান্য আধুনিক খেলার সামগ্রী। বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক। লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি শাহবাজপুর কলেজ মাঠে ৭ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩ একর জমির ওপর পার্কটি স্থাপন করা হয়েছে। এ বছর ১৬ মার্চ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এটির উদ্বোধন করেন। স্থানীয় সংসদ সদস্য (লালমোহন-তজুমুদ্দিন) নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বাংলাদেশের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সমৃদ্ধ প্রথম সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক নির্মিত হয়েছে। এখানে বর্তমানে পার্কে থ্রিজি ইন্টারনেট চালু থাকলেও অচিরেই তা আরও বাড়ানো হবে। পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, বিগত দিনে এখানে বিনোদনের কোনো ব্যবস্থা ছিল না। এখানকার বাসিন্দারা জেলা সদর বা অন্য উপজেলায় যেতেন বেড়ানোর জন্য। তবে স্থানীয় সংসদ সদস্য নুুরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে পৌরসভা ও জেলা পরিষদ যৌথভাবে পার্কটি নির্মাণ করেছে। সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে বেড়ানোর ক্ষেত্রে ফ্রি ইন্টারনেট অনেককেই আগ্রহী করে তুলেছে। এ ছাড়া সর্ববৃহৎ এলইডি টিভিতে মুভি, খবরসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও উপভোগ করার মতো।

সর্বশেষ খবর