রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঝন্টুসহ সবার সহযোগিতা চাইলেন মেয়র মোস্তফা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ঝন্টুসহ সবার সহযোগিতা চাইলেন মেয়র মোস্তফা

রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুসহ নির্বাচনে অংশ নেওয়া সব মেয়র প্রার্থীর সহযোগিতা চাইলেন নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। শুক্রবার থেকে মেয়র পদে পরাজিত প্রার্থীদের বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের কাছে সহযোগিতা চান তিনি। মোস্তফা দলীয় কর্মীদের নিয়ে গতকাল সকালে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মাহিগঞ্জের বাসায় যান। মোস্তফা ফুলের তোড়া দিয়ে বাবলাকে শুভেচ্ছা জানান। বাবলাও মোস্তফার গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান। দুজনের মধ্যে কোলাকুলি ও কুশল বিনিময় হয়। মোস্তফা নগরের সার্বিক উন্নয়নে তার পাশে থাকার আহ্বান জানালে বাবলা পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া শুক্রবার রাতে মেয়র মোস্তফা আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর গুপ্তপাড়ার বাসায় যান। ঝন্টুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তিনি। ঝন্টুও ফুল দিয়ে নতুন মেয়রকে অভিনন্দন জানান। উভয়ের মধ্যে কোলাকুলি ও কুশল বিনিময় হয়। এ সময় মোস্তফা সিটি করপোরেশনের উন্নয়নে ঝন্টুর সহযোগিতা চান। ঝন্টু তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে সাংবাদিকদের কাছে মোস্তফা বলেন, ‘সাবেক মেয়র ঝন্টু আমার বড় ভাই। তাকে আমি শ্রদ্ধা করি। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, এমপি ও সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। তার অভিজ্ঞতা রয়েছে। সিটি করপোরেশন চালাতে তার সহযোগিতা চেয়েছি। তিনি আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’

মোস্তফা বলেন, ‘পর্যায়ক্রমে সব মেয়র প্রার্থীর বাসায় গিয়ে তাদের সহযোগিতা চাইব। আমরা সবাই মিলে রংপুরকে একটি আধুনিক ও তিলোত্তমা নগর হিসেবে গড়ে তুলব।’ প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মোস্তফা। বিএনপির বাবলার অবস্থান ছিল তিন নম্বরে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর