আগামী ১ জানুয়ারি থেকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। এ ছাড়া সুপারিশ বাস্তবায়নসহ ৫ দফা পূরণের দাবিতে কর্মসূচিও ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নীতি-নির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে নিম্নআয়ের কর্মচারীরা দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন। সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ বলেন, টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নকল্পে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। দাবি আদায়ে আগামী ২৪-৩০ নভেম্বর পর্যন্ত স্ব-স্ব দপ্তরে এবং জেলায় জেলায় কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা বরাবর দাবি পূরণের আলটিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়।