পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গতকাল দেশের তিন স্থানে তিনজন নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জে ডাকাতি এবং পুলিশের অস্ত্র চুরি মামলার আসামি পারভেজ (৩০), ময়মনসিংহে ডাকাতি মামলার আসামি আজিজ (৩০) এবং ফেনীতে ধর্ষণ মামলার আসামি মুছা আলম মাসুদ (৩৫)। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিবরণ— নারায়ণগঞ্জ : ফতুল্লায় পুলিশের অস্ত্র চুরি মামলার আসামি পারভেজ ক্রসফায়ারে মারা গেছেন। পুলিশ বলছে, ছিনতাইকারী দুই গ্রুপের গোলাগুলির সময় পুলিশ সেখানে উপস্থিত হলে ত্রিপক্ষীয় গোলাগুলিতে ক্রসফায়ারে পড়ে পারভেজ মারা যান। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার ও ৩টি বড় ছোরা উদ্ধার করা হয়েছে। রাত ২টায় দাপা আলামিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। পারভেজ ফতুল্লার দাপা পাইলট স্কুল এলাকার সোবহান মিয়ার ছেলে। পুলিশ আরও জানিয়েছে, ১৩ মে রাতে এএসআই সুমন কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি টিম ফতুল্লা রেলস্টেশন রোড এলাকার একটি বালুর মাঠে ডিউটিরত ছিল। তখন কনস্টেবল সোহেল রানার একটি চাইনিজ রাইফেল খোয়া যায়। পরদিন সকাল ১১টায় ফতুল্লার দাপা বালুর মাঠের পাশের একটি ডোবার পাশ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়। ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আজিজ নামে এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল ভোর রাতে গফরগাঁও উপজেলার পাগলা থানার বারইহাটী বটতলায় এ ঘটনা ঘটে। ফেনী : দাগনভূঞায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মুছা আলম মাসুদ নামে এক ধর্ষক নিহত হয়েছেন। গভীর রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গত বছরের ৯ জুলাই খুশিপুরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মাসুদ। এরপর তিনি দীর্ঘদিন পলাতক থাকেন। গত ৬ মে একই গ্রামে মাসুদ ও তার সহযোগী ছুট্টু ৪ সন্তানের জননীকে ধর্ষণ করেন। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার বিকালে মাসুদকে আটক করে। পরে তাকে নিয়ে রাতে ছুট্টুকে ধরতে বের হয়। কিন্তু আগে থেকে খুশিপুর ব্রিজ এলাকায় ওতপেতে থাকা মাসুদের লোকজন পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হন মাসুদ। পরে দাগনভূঞা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। মাসুদের বিরুদ্ধে দুটি ধর্ষণ মামলা ছাড়াও একটি হত্যা ও একটি মারামারির মামলা রয়েছে।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর