বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাস-লেগুনা সংঘর্ষে গেল সাত প্রাণ

কক্সবাজার প্রতিনিধি

বাস-লেগুনা সংঘর্ষে গেল সাত প্রাণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহতরা লেগুনার যাত্রী ও চালক। গতকাল বেলা ১১টায় চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথায় কক্সবাজার মুখী স্টার লাইন পরিবহনের একটি বাস (নং ঢাকা মেট্টো ব-১৫-০৬৩৮) বরইতলী নতুন রাস্তার মাথায় ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা চট্টগ্রাম মুখী ছাড়পোকা (ম্যাজিক) নামের লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলে ছাড়পোকা গাড়ির এক নারী যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে স্থানীয় ইউনিক হাসপাতালে একজন এবং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চারজনসহ মোট সাতজন নিহত হয়। এরমধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়ার হারবাং পাহাড়তলী গ্রামের মো. আবুল কাসেম (২৭), ম্যাজিক গাড়ির চালক চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরের খাইর আহমদ (৪০) ও চকরিয়ার উত্তর হারবাং গ্রামের জহির আহমদ (৩২)।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) খলিলুর রহমান জানিয়েছেন নিহত সাতজনের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। লাশ শনাক্তের মাধ্যমে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর