শিরোনাম
মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আজ একনেকে উঠছে ইভিএম

নিজস্ব প্রতিবেদক

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার সংক্রান্ত প্রকল্পটি আজকের একনেক সভায় উপস্থাপন করা হতে পারে।

ইসির কর্মকর্তারা বলেছেন, নির্বাচন ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা আনার লক্ষ্যে ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার’ শীর্ষক এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে তিন হাজার ৮২৯ কোটি সাত লাখ টাকা। এ প্রকল্পের অধীনে দেড় লাখ ইভিএম কেনা হচ্ছে। এতে প্রতি ইভিএমের      দাম পড়বে প্রায় দুই লাখ টাকা। এদিকে সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী প্রস্তাব ইসির অনুমোদন পেয়েছে। তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই ইভিএম একাদশ সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে কমিশনই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

৫ বছর মেয়াদি এ প্রকল্পে ইভিএম কেনায় ৩,৫১৫ কোটি ৬১ লাখ টাকা; প্রচারে ৫ কোটি টাকা; পরিবহনে ৭ কোটি টাকা, মোটর যানে তিন কোটি ত্রিশ লাখ টাকা, কম্পিউটার সফটওয়্যারে ৫০ কোটি টাকা, আসবাবপত্রে ৭৫ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে। বাস্তবায়নকাল শুরু জুলাই ২০১৮ থেকে সমাপ্তি হবে জুন ২০২৩ সালে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর