বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
পূবালী ব্যাংকের অর্থ আত্মসাৎ

আত্মসমর্পণের নির্দেশ তিন ব্যবসায়ীকে

নিজস্ব প্রতিবেদক

পূবালী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় তিন ব্যবসায়ীর আগাম জামিন আবেদন নামঞ্জুর করে দুই সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে   হাই কোর্ট। আসামিরা হলেন মেসার্স এস এম ট্রেডার্সের মালিক মো. ইলিয়াস, সাজেদা এন্টারপ্রাইজের মালিক আবু সৈয়দ ও মেসার্স মীম ট্রেড ইন্টারন্যাশনালের মালিক শেখ মোহাম্মদ ওবায়েদ উল্লাহ। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। জানা গেছে, আসামিরা তাদের প্রতিষ্ঠানের নামে পূবালী ব্যাংক থেকে তিনটি চেকের মাধ্যমে ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেন দেখিয়ে তুলে আত্মসাৎ করেন। পরে বিষয়টি তদন্ত করে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ গত ১৩ জানুয়ারি তিন ব্যাংক কর্মকর্তা ও ওই তিন ব্যবসায়ীকে আসামি করে মামলা করেন। এ মামলায় তিন ব্যবসায়ী আগাম জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে হাই কোর্ট।

সর্বশেষ খবর