বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আটকে পড়া রোহিঙ্গাদের বাংলাদেশে ‘পুশ’ করা হবে না : ভারত

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পড়া ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ‘পুশ’ (জোর করে ঢুকিয়ে দেওয়া) করা হবে না। গতকাল বাংলাদেশকে এই আশ্বাস দিয়েছে ভারত সরকার। এই রোহিঙ্গাদের যাতে তাদের স্বদেশ মিয়ানমারে নিয়ে যাওয়া হয় সে ব্যাপারে ওদেশের সরকারের সঙ্গে কথা বলতে শুরু করে দিল্লি।

বিএসএফ গতকাল বেলা ১১টায় পশ্চিম ত্রিপুরার আমতলী থানায় এই রোহিঙ্গাদের প্রত্যর্পণ করেছে। এরা গত শুক্রবার থেকে আগরতলার ১৫ কিমি দূরে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আটকে পড়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মধ্যে উত্তেজনা ও বাদানুবাদ চলছিল।

সরকারি কর্মকর্তারা জানান, ৩১ রোহিঙ্গাকে (৯ নারী, ৬ পুরুষ, ও ১৬ শিশু) ‘আরামদায়কভাবে থাকার জন্য বিএসএফ রায়ের মুড়ায়া অস্থায়ী ব্যবস্থা করেছে। জম্মু ও কাশ্মীরের স্থানীয় প্রশাসন সেখান থেকে রোহিঙ্গাদের কি তাড়িয়ে দেবে? কর্তৃপক্ষ সাংবাদিকের এই প্রশ্নের কোনো জবাব দেয়নি।

সর্বশেষ খবর