বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নগরকান্দায় হাতুড়িপেটায় নিহতের ঘটনায় মামলা জামাল আসামি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দার তালমায় সন্ত্রাসীদের হাতুড়িপেটায় সোবহান মাতুব্বর (৫০) নিহতের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে থানা পুলিশ। সোমবার রাতে নগরকান্দা থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাতিজা মো. শওকত আলী। এ মামলায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। মামলার প্রধান আসামি করা হয়েছে তালমা কোনা গ্রামের রেজোয়ান মোল্লাকে। মামলার অপর আসামিরা হলেন, জামাল হোসেন মিয়া, কামাল হোসেন মিয়া, বাবুল মোল্লা, মোসলেম মোল্লা, মোখলেসুর রহমান, আজিজুল মাতুব্বর, এনায়েত মোল্লা, লাবন মোল্লা, সুজাত মোল্লা, রাকিব মোল্লা, ইয়াছিন মোল্লা, রনি মোল্লা, রফিক মোল্লা, ফয়সাল মোল্লা, মোসলেম শেখ, অন্তর মাতুব্বর, শহিদুল ইসলাম (মান্নান), শাহালম, শাহজাহান শেখ, জাহাঙ্গীর, আপান শেখ, দুলাল, তুষার মোল্লা, বেলায়েত শেখ, রিপন, মোশাররফ মোল্লা। মামলার বাদী মো. শওকত আলী অভিযোগ করেন, থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলাটি গ্রহণে অস্বীকৃতি জানায়। পরে পুলিশ মামলাটি নিতে বাধ্য হয়। তিনি বলেন, এ মামলাটি প্রথমে গ্রহণ না করায় সাংবাদিকদের বিষয়টি জানানো হলে ক্ষুব্ধ হন অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) এবিএম মহিউদ্দিন আহমেদ। তিনি এ বিষয়টি নিয়ে বাদীর সঙ্গে অশোভন আচরণ করেন। নগরকান্দা থানার ওসি জানান, হাতুড়িপেটায় নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ মামলার দুই আসামি বাবুল মোল্লা ও লাবন মোল্লাকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে। গত ২৫ মার্চ তালমা ইউনিয়নের কোনাগ্রাম বাসিন্দা সোবহান মাতুব্বরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে আসামিরা। ৫ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোবহান মাতুব্বর।

সর্বশেষ খবর