ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে কোনো নিয়মতান্ত্রিক রাজনীতি নেই। একদলীয় শাসন চলছে। এক ব্যক্তির খেয়ালখুশিতে সবকিছু হচ্ছে। ৩০ ডিসেম্বর ক্ষমতাসীনরা নির্বাচন করে আরও বেপরোয়া হয়ে উঠেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, নানা প্রতিকূলতার মাঝেও আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম চলছে। কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পর এখন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি পুনর্গঠন হচ্ছে। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনকে প্রকৃতপক্ষে নির্বাচন বলার সুযোগ নেই। এটা একটা ভোট ডাকাতির নজিরবিহীন ঘটনা। ৩০ ডিসেম্বর নয়, মূলত ২৯ ডিসেম্বর রাতেই ভোট হয়ে গেছে। ইসলামী দলগুলো এক প্ল্যাটফরমে আসতে পারছে না কেন- জানতে চাইলে ইউনুছ আহমাদ বলেন, ইসলামী দলগুলো এক প্ল্যাটফরমে আসতে না পারার কারণ ক্ষমতার মোহ। যদি সবার লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে এক হতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা ক্ষমতার অংশ পাওয়া না পাওয়া নিয়ে। অন্য ইসলামী দলগুলোর কর্মকাণ্ড নেই কেন, তা তারাই ভালো বলতে পারবে। তবে আমাদের নিয়মতান্ত্রিক কার্যক্রম চলছে। দলের সকল পর্যায়ের নেতা দেশব্যাপী বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। উপজেলা নির্বাচন কেমন হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, ৩০ ডিসেম্বরের পর থেকে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। সরকার নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ফলে মানুষ আর ভোট কেন্দ্রে যাচ্ছে না। এমনকি ক্ষমতাসীন দলের লোকজনও অনেক ক্ষেত্রে ভোট দিতে যাচ্ছেন না। ফলে মসজিদের মাইক দিয়ে মাইকিং করেও কোনো ফল হচ্ছে না। সামগ্রিকভাবে দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। মানুষের মনে কোনো শান্তি নেই। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে আছে। জনগণের মনে এক ধরনের শঙ্কা বিরাজ করছে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
নিয়মতান্ত্রিক রাজনীতি নেই
ইউনুছ আহমাদ, মহাসচিব, ইসলামী আন্দোলন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর