ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে কোনো নিয়মতান্ত্রিক রাজনীতি নেই। একদলীয় শাসন চলছে। এক ব্যক্তির খেয়ালখুশিতে সবকিছু হচ্ছে। ৩০ ডিসেম্বর ক্ষমতাসীনরা নির্বাচন করে আরও বেপরোয়া হয়ে উঠেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, নানা প্রতিকূলতার মাঝেও আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম চলছে। কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পর এখন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি পুনর্গঠন হচ্ছে। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনকে প্রকৃতপক্ষে নির্বাচন বলার সুযোগ নেই। এটা একটা ভোট ডাকাতির নজিরবিহীন ঘটনা। ৩০ ডিসেম্বর নয়, মূলত ২৯ ডিসেম্বর রাতেই ভোট হয়ে গেছে। ইসলামী দলগুলো এক প্ল্যাটফরমে আসতে পারছে না কেন- জানতে চাইলে ইউনুছ আহমাদ বলেন, ইসলামী দলগুলো এক প্ল্যাটফরমে আসতে না পারার কারণ ক্ষমতার মোহ। যদি সবার লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে এক হতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা ক্ষমতার অংশ পাওয়া না পাওয়া নিয়ে। অন্য ইসলামী দলগুলোর কর্মকাণ্ড নেই কেন, তা তারাই ভালো বলতে পারবে। তবে আমাদের নিয়মতান্ত্রিক কার্যক্রম চলছে। দলের সকল পর্যায়ের নেতা দেশব্যাপী বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। উপজেলা নির্বাচন কেমন হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, ৩০ ডিসেম্বরের পর থেকে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। সরকার নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ফলে মানুষ আর ভোট কেন্দ্রে যাচ্ছে না। এমনকি ক্ষমতাসীন দলের লোকজনও অনেক ক্ষেত্রে ভোট দিতে যাচ্ছেন না। ফলে মসজিদের মাইক দিয়ে মাইকিং করেও কোনো ফল হচ্ছে না। সামগ্রিকভাবে দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। মানুষের মনে কোনো শান্তি নেই। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে আছে। জনগণের মনে এক ধরনের শঙ্কা বিরাজ করছে।
শিরোনাম
- নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহারে এনএসসির নিষেধাজ্ঞা
- কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি, আসন ৩৭০১
- তাইপেকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ভারত
- খাগড়াছড়িতে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে নতুন ডিসির মতবিনিময়
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
নিয়মতান্ত্রিক রাজনীতি নেই
ইউনুছ আহমাদ, মহাসচিব, ইসলামী আন্দোলন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর