বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
স্বাস্থ্য পরামর্শ

উচ্চ রক্তচাপ ঠেকাতে করণীয়

উচ্চ রক্তচাপের মতো ভয়াল অসুখ ঠেকাতে চাইলে নিচের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া যেতে পারে।

গ্রিন টি : শরীরের মেটাবলিজমকে বাড়ায় গ্রিন টি। শুধু তাই নয়, এর পলিফেনল ব্লাড প্রেশারকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখে। অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় এই ধরনের পানীয় রোগের হানা ঠেকাতেও কাজে আসে। সেলেরি জুস : সেলেরিতে ৩-এন বিউটিলফথ্যালাইড থাকে। এটি রক্তবাহী নালির পেশির প্রাচীরে চাপ কমাতে সাহায্য করে। ফলে রক্তচাপ বাড়তে পারে না। উল্টো রক্তের চলাচল সহজ করে। ব্রকোলি : ক্যালশিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের প্রাচুর্য থাকায় এই সবজি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। তাই উচ্চ রক্তচাপের অসুখ থাকলে ব্রকোলি রাখুন পাতে। বেদানার রস : রক্তাল্পতা ঠেকাতে বেদানার রস কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। কলা : পটাশিয়াম বেশি থাকায় এটি রক্তচাপ কমাতে খুবই কার্যকর। কলা তাই উচ্চ রক্তচাপের অন্যতম সেরা সমাধান। যেসব ফল রোজ পাতে রাখলে বিশেষ উপকার মেলে, কলা তার অন্যতম। পিয়াজ : রক্তবাহী প্রাচীরের ওপর চাপ কমাতে সাহায্য করে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই উপাদান পিয়াজের মধ্যে অনেকটা থাকে। তাই উচ্চ রক্তচাপের রোগীদের কাঁচা পিয়াজ খাওয়ার পরামর্শ দেন অনেক চিকিৎসকই। ওটমিল : উচ্চ ফাইবারযুক্ত খাবার অথচ ফ্যাট খুবই নগণ্য, এটাই ওটমিলের বিশেষত্ব। কোলেস্টেরলকেও ঠেকিয়ে রাখে এই খাবার। বিটের রস : শীতকালে নিয়ম করে খান বিটের রস। পটাশিয়ামের প্রাচুর্য ও আয়রনের উপস্থিতির কারণে এই রস রক্ত তৈরিতে যেমন কাজে আসে, তেমনি রক্ত চলাচলেও বিশেষ সাহায্য করে। রক্তবাহী নালির প্রাচীরে চাপ ফেলতে দেয় না।

সর্বশেষ খবর